Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় অটোমেটিক ট্রাফিক সিস্টেমের দাবি!

হলদিয়ায় অটোমেটিক ট্রাফিক সিস্টেমের দাবি!শিল্প শহর হলদিয়া বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ঘটে যায় বড় দুর্ঘটনা তার জন্য দায়ী সকলেই করে ট্রাফিকের জন্য ট্রাফিক সিগন্যাল ঠিকঠাক না করার জন্যই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে বলে দাবি করলেন এলাক…

 



হলদিয়ায় অটোমেটিক ট্রাফিক সিস্টেমের দাবি!

শিল্প শহর হলদিয়া বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ঘটে যায় বড় দুর্ঘটনা তার জন্য দায়ী সকলেই করে ট্রাফিকের জন্য ট্রাফিক সিগন্যাল ঠিকঠাক না করার জন্যই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে বলে দাবি করলেন এলাকার মানুষ। সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার চলছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে হলদিয়া ট্রাফিক উদ্যোগে থানা এলাকায় চলছে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ কর্মসূচি।

ট্রাফিকের সিগন্যালে তিনটি রং লাল ,হলুদ এবং সবুজ থাকে কিন্তু মাঝের রঙ হলুদ কখনো কখনো জালানো হয় না তারই পরিপ্রেক্ষিতেই ঘটে যায় দুর্ঘটনা। হলদিয়া শিল্প শহরের মাত্র কয়েকটি জায়গায় অটোমেটিক ট্রাফিক সিগন্যাল করা হয়েছে কিন্তু বিশেষ করে শিল্প শহরের প্রবেশদ্বার ব্রজলালচক হাই রোড এবং সিটি সেন্টার এই দুটি জায়গায় ট্রাফিক অটোমেটিক ট্রাফিক সিগন্যাল চালু দাবি এলাকার মানুষের। হলদিয়া সাব ট্রাফিক সঞ্জয় দেবনাথ বলেন আমাদের অটোমেটিক ট্রাফিক কন্ট্রোল করার জন্য আমরা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশে আলোচনা করেছি আশা করছি পূজোর আগেই অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা করা যাবে। তবে সিগন্যালের জন্য দুর্ঘটনা নয়, দুর্ঘটনা ঘটে রাস্তার ধারে ঝুবড়ি , মানুষ কে সচেতন করেও  লাল, হলুদ সবুজ আলো জ্বলার  আগেই গাড়ি চালিয়ে নিয়ে রাস্তা পারাপার হয়ে যায়। আর তার ফলেই দুর্ঘটনা  ঘটে যায়। গাড়ির চালকদের বিশেষ করে মোটরবাইক চালকদের বারে বারে সচেতন করেও লাভ হয়নি কোন। হলদিয়া ব্রজলাল চক মোড় ট্রাফিক সিগন্যাল পড়ে গেলেই বাস যত্রতত্র বাস যাত্রীদের নামিয়ে দেয় আর তার ফলেও এই দুর্ঘটনা ঘটে, যতগুলি দুর্ঘটনা ঘটেছে তা বাস দাঁড়ানোর জন্যই। ভবানীপুর থানার পুলিশ ট্রাফিক  বঙ্কিম মাজী বলেন আমরা গাড়ির ড্রাইভারদের প্রতিনিয়ত সচেতন করেছি কিন্তু কোন লাভ হয়নি এর জন্য সমস্ত বাস যাত্রী এবং এলাকার মানুষদের সচেতন হতে হবে।

No comments