হলদিয়া পঞ্চায়েত সমিতি অফিসের সামনে ভগ্ন মাতঙ্গিনী হাজরার মূর্তি সংস্কারের কাজ শুরু!গত আম্ফানে ঘূর্ণিঝড়ে ক্ষতবিক্ষত হয়েছিল তমলুকের স্বাধীনতার সংগ্রামী মা মাতঙ্গিনী হাজরার মূর্তিটি। মূর্তিতে অবস্থিত রয়েছে হলদিয়া পঞ্চায়েত সমি…
হলদিয়া পঞ্চায়েত সমিতি অফিসের সামনে ভগ্ন মাতঙ্গিনী হাজরার মূর্তি সংস্কারের কাজ শুরু!
গত আম্ফানে ঘূর্ণিঝড়ে ক্ষতবিক্ষত হয়েছিল তমলুকের স্বাধীনতার সংগ্রামী মা মাতঙ্গিনী হাজরার মূর্তিটি। মূর্তিতে অবস্থিত রয়েছে হলদিয়া পঞ্চায়েত সমিতির অফিসের সামনেই বহু রাজনৈতিক দলের প্রতিবাদ এবং খবরের জেরে অবশেষে সেই মূর্তি সংস্কারের জন্য কাজ শুরু হলো। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে এই মূর্তি সংস্কারের কাজ টেন্ডার হয়ে হয়েছে খুব শিগগিরই কাজ শুরু হবে বলে জানালেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্রীকান্ত মাইতি। এটি তৈরি করতে খরচ পড়বে ১০ লক্ষ ৭৫ হাজার ৮৬৪ টাকা। তিনি বলেন এই মূর্তিটি শুধু নয় এর পাশাপাশি বেদী এবং বাগানের তৈরি করবে সম্পূর্ণ খরচ করে দিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। এই মূর্তিটি বেশ কয়েক বছর ভগ্ন অবস্থায় পড়েছিল কিন্তু পঞ্চায়েত সমিতির অর্থ না থাকায় সংস্কার করা যায়নি, আমরা জেলা পরিষদে সভাধিপতিকে জানিয়েছিলাম তিনি তার ব্যক্তিগত উদ্যোগেই এই মূর্তি এবং বাগান মঞ্চের বেদি পাথর দিয়ে তৈরি করে দিচ্ছেন বলে তিনি জানালেন।
No comments