সুষ্ঠুভাবে জলনিকাশীর বন্দোবস্ত করতে তমলুক ডিভিশনে ২ টি নদী সহ ৩৫ টি ছোট/বড় খালে জমে থাকা কচুরীপানা ও আবর্জনা পরিষ্কারের নির্দেশ দিল সেচ দপ্তর! সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: বর্ষার সময় প্রতিবছর জলনিকাশীতে বড় বাধা সৃষ্টি করে খাল…
সুষ্ঠুভাবে জলনিকাশীর বন্দোবস্ত করতে তমলুক ডিভিশনে ২ টি নদী সহ ৩৫ টি ছোট/বড় খালে জমে থাকা কচুরীপানা ও আবর্জনা পরিষ্কারের নির্দেশ দিল সেচ দপ্তর!
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: বর্ষার সময় প্রতিবছর জলনিকাশীতে বড় বাধা সৃষ্টি করে খালের ভেতরে থাকা কচুরীপানা ও আবর্জনা। সেজন্যে বর্ষার পূর্বেই সমস্ত নিকাশী খালে জমে থাকা কচুরীপানা ও আবর্জনা পরিষ্কারের দাবী জানিয়ে চলতি বছরের বর্ষা শুরুর অনেক আগেই গত ২০ শে মে রাজ্যের সেচমন্ত্রীকে চিঠি দেয়,পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটি। সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সেচ ও জলপথ দপ্তর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ডিভিশনের নিউ কাঁসাই ও চন্ডীয়া নদীর খানিক অংশ সহ আরো ছোট-বড় ৩৫ টি গুরুত্বপূর্ণ নিকাশী খালে জমে থাকা কচুরীপানা ও আবর্জনা পরিস্কারের উদ্যোগ নিল। ইতিমধ্যে ওই কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী সপ্তাহে ঠিকাদারদের ওয়ার্ক অর্ডার ইস্যু করা হবে। তবে সেচ দপ্তর এ সপ্তাহেই সংশ্লিষ্ট ঠিকাদারদের কাজে নামার জন্য নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে কোনও কোন ঠিকাদার কাজ শুরু করে দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,সেচ দপ্তরের তমলুক ডিভিশনের নিউ কাঁসাই নদীর সাড়ে তিন কিমি,চন্ডীয়া নদীর ১৪ কিমি অংশ সহ আরো ৩৫ টি ছোট বড়/খাল(তালিকা নিম্নে দেওয়া হল)মিলে ১৯৭ কিলোমিটার অংশে জমে থাকা কচুরীপানা ও আবর্জনা পরিষ্কার করা হবে। এজন্য বরাদ্দ করা হয়েছে ১ কোটি ৮৮ লক্ষ টাকা। নির্দেশ দেওয়া হয়েছে, খালের মধ্যে থাকা কচুরিপানা ও আবর্জনা একেবারে খালের বাঁধে তুলে পুড়িয়ে দিতে হবে। নারায়নবাবু আরো বলেন,অতি দ্রুত ঠিকাদাররা ওই কাজে হাত না দিলে খালে জলস্তর বেড়ে গেলে বাস্তবে কচুরীপানা ও আবর্জনা ডাঙায় না তুলে খালের পাড়েই রেখে চলে যাবে ঠিকাদার। পোড়ানো তো দূরের কথা। সম্প্রতি এ বিষয়ে সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করে কমিটির পক্ষ থেকে ওই দাবী জানানো হয়েছে।
*খালগুলি হলঃ-*
বাক্সী-৮ কিমি,চাপদা-গাজই-৫.৮ কিমি,দেওয়ানখালি-৪.৫ কিমি,ক্ষীরাই বাক্সী-৪ কিমি,মুগদারী-৪.৫ কিমি,টোপা ড্রেনেজ কাট-৫.৩ কিমি,টোপা-৭ কিমি,ভোলসরা-৬ কিমি,গারুঘাটা-৬ কিমি,প্রতাপখালি-১০ কিমি,গোপালপুর-৮ কিমি,যমুনা-৩ কিমি,আনন্দখালি-৮ কিমি,হিজলি টাইডাল ক্যানেল-১০ কিমি,তেতুলবেড়িয়া-৭ কিমি,সোয়াদিঘী-৭.৫ কিমি,পায়রাটুঙি-২.১কিমি,শঙ্করআড়া-৩ কিমি,বাসুয়া-৩.৮ কিমি,জঁফুলি-৬ কিমি,কামিনা-৪ কিমি,কোল্লা-২ কিমি,ওয়ান মেন-২ কিমি,টু সি মেন-২.৩ কিমি,টু সি/ওয়ান ক্যানেল-২.৫ কিমি,চালতাতলা-৪.২ কিমি,দেনান-৪.৭ কিমি,জয়গোপাল-২.২ কিমি,খড়িচক-৬ কিমি, মির্জাপুর-৬ কিমি,মুড়াইল-৩ কিমি, নোনা-১.৫ কিমি,নোয়াবেনিয়া-৩ কিমি,দেহাটী-১২.৭ কিমি,মনসাতলা-৬ কিমি।
No comments