জাতীয় সড়কে পথ দু*র্ঘ*ট*নায় মৃ*ত শিক্ষক পরেশপ্রতিনিয়ত বেড়েই চলছে পথ দুর্ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার। তারই মধ্যেই দুর্ঘটনায় এড়ানো কোন মতেই সম্ভব হচ্ছে না। সন্ধ্যের সময় মর্মান্ত…
জাতীয় সড়কে পথ দু*র্ঘ*ট*নায় মৃ*ত শিক্ষক পরেশ
প্রতিনিয়ত বেড়েই চলছে পথ দুর্ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার। তারই মধ্যেই দুর্ঘটনায় এড়ানো কোন মতেই সম্ভব হচ্ছে না। সন্ধ্যের সময় মর্মান্তিক পথ দুর্ঘটনা হলদিয়া টাউনশিপ ডিএভি পাবলিক স্কুলের গণিত বিভাগের শিক্ষক বিমল কুমার দাস বয়স ৩৬ পিতা পরেশ দাস বাড়ি পটাশপুর কর্মসূত্রে হলদিয়ার ডিএভি পাবলিক স্কুলের গণিত বিভাগের শিক্ষক টাউনশিপে তিনি থাকতেন।
বিশেষ সূত্রে জানা যায় ৬ই জুলাই সন্ধ্যা সাতটা ডিএভি স্কুলের গণিত বিভাগের শিক্ষক বিমল কুমার দাস জাতীয় সড়ক ১১৬ পথ দুর্ঘটনায় পরলোক গমন করেছেন। তিনি হলদিয়া টাউনশিপ থেকে স্কুটি নিয়ে মেদিনীপুরের শহরে ব্যাংকের কাজে যান ওখান থেকে ফেরার পথে হলদিয়া সিটি সেন্টারের কাছেই তেল পাম্পের সামনে লরির তলায় পৃষ্ঠ হয়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। দক্ষ শিক্ষক ছাত্রছাত্রীদের কাছে ছিল প্রিয় ।স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সামার ক্যাম্প,ডিএভি স্পোর্টস সব সময় সহযোগিতা করতেন। মানে তিন বছরের একটি পুত্র সন্তান এবং স্ত্রী রয়েছেন। তার এই অকাল প্রয়াণে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকা সকলেই শোকাহত। স্কুলের ক্রীড়া বিভাগের শিক্ষক ত্রিদিব হাজরা বলেন স্কুলের কোন অনুষ্ঠানে তিনি কিন্তু সহযোগিতা করার জন্য ঝাঁপিয়ে পড়তেন। সকলের কাছে প্রিয় শিক্ষক ছিলেন তিনি।তার এই প্রানে আমরা সকলেই মর্মাহত। তিনি বলেন বিমল বাবুর বিদেহী আত্মার চির শান্তিক কামনা করি, এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
No comments