অরণ্য সপ্তাহে কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি!
সবার জীবন বাঁধা আছে।সবুজ সতেজ গাছের কাছে।।আজ ১৪ই জুলাই চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত মনিরামপুর শংকরপুর গ্রামে অরণ্য দিবস এর শুভ সূচনা হলো বিবেকানন্দ মিশন মহাবি…
অরণ্য সপ্তাহে কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি!
সবার জীবন বাঁধা আছে।
সবুজ সতেজ গাছের কাছে।।
আজ ১৪ই জুলাই চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত মনিরামপুর শংকরপুর গ্রামে অরণ্য দিবস এর শুভ সূচনা হলো বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর এনএস এস ইউনিট 4এর মাধ্যমে।গ্রামের মানুষের হাতে চারাগাছ তুলে দেওয়া হলো এনএস এস এর পক্ষ থেকে।সাথে সাথে ওই গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচিও এদিন শুরু হলো।অরণ্য দিবস এর প্রাসঙ্গিকতা গ্রামের মানুষের কাছেতুলে ধরেন উপস্থিত অতিথিরা।আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এর প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট সমাজসেবী প্রভাস কুমার সামন্ত মহাশয়,কলেজের দর্শন বিভাগের অধ্যাপক ড.অসীম কুমার মন্ডল,পঞ্চায়েত প্রতিনিধি টুম্পা পণ্ডিত,গ্রামের সেক্রেটারি পার্থ সারথি বেরা,প্রাক্তন পঞ্চায়েত সদস্য পঞ্চানন গিরি প্রমুখ। এনএস এস ইউনিট 4 এর প্রোগ্রাম অফিসার প্রণব কুমার জানা সমগ্র অনুষ্ঠানটির ভাবনা ও পরিকল্পনা করেন।
No comments