পুলিশকে বুড়ো আঙুল! ফের ছিনতাই দু'টি ট্রাক, গায়েব ৫০ লক্ষের তেল!বন্দর শহর থেকে ভিন রাজ্যে যাওয়ার পথে ফের মাঝরাস্তায় রহস্যজনকভাবে উধাও হয়ে গেল পর পর দু'টি ভোজ্যতেল বোঝাই ট্রাক। দু'টি ট্রাকের ৫০ লক্ষ টাকার বেশি ভোজ্যতেল …
পুলিশকে বুড়ো আঙুল! ফের ছিনতাই দু'টি ট্রাক, গায়েব ৫০ লক্ষের তেল!
বন্দর শহর থেকে ভিন রাজ্যে যাওয়ার পথে ফের মাঝরাস্তায় রহস্যজনকভাবে উধাও হয়ে গেল পর পর দু'টি ভোজ্যতেল বোঝাই ট্রাক। দু'টি ট্রাকের ৫০ লক্ষ টাকার বেশি ভোজ্যতেল গায়েব হয়ে গিয়েছে বলে ভবানীপুর ও দুর্গাচক থানায় অভিযোগ করেছে ট্রান্সপোর্ট এজেন্সি। একটি ট্রাক যাচ্ছিল বিহারে, অন্যটি ওড়িশার কটকে। এদের মধ্যে ওড়িশাগামী ট্রাকের ড্রাইভার ভুয়ো লাইসেন্স জমা দিয়ে পণ্য সহ গাড়ি গায়েব করেছে বলে পুলিসে অভিযোগ দায়ের হয়েছে। এই নিয়ে গত ৬ মাসে হলদিয়া থেকে অন্যত্র যাওয়ার পথে পণ্যসহ ১৩টি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত মে মাস পর্যন্ত ওই সংখ্যা ছিল ১১টি। জুন মাসে হলদিয়ার কোনও থানায় গাড়ি ছিনতাইয়ের অভিযোগ জমা পড়েনি। ফের জুলাই মাসে পর পর দু'টি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটল। এরমধ্যে ভবানীপুর থানা এলাকার একটি সংস্থায় এঘটনা ঘটেছে। ভবানীপুর থানার পুলিস ছিনতাই রুখতে বিশেষ একটি টিম তৈরি করেছে। গত দেড় মাসে হলদিয়ার বিভিন্ন থানা মিলিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের কয়েকজন একাধিক ছিনতাইয়ের ঘটনার চক্রী। ছিনতাই চক্রের একটি অংশ হলদিয়ার। পুলিসের দাবি, হলদিয়ার ছিনতাই চক্রের পাণ্ডারা এখন জেলে। কিন্তু তারপরও কীভাবে পর পর ভোজ্যতেলের ট্রাক গায়েব হয়ে গেল তা নিয়ে ধন্দে পড়েছে পুলিস।ভবানীপুর থানা সূত্রে জানা গিয়েছে, হলদিয়ার ইমামি অ্যাগ্রোটেক কারখানা থেকে ২৭ লক্ষ ৭২ হাজার টাকার ভোজ্যতেল নিয়ে বিহার যাওয়ার পথে ট্রাকটি উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে। কলকাতার পাথুরিয়াঘাটার এস কে লজিস্টিকস নামে একটি ট্রান্সপোর্ট সংস্থা ওই তেল পাঠানোর দায়িত্বে ছিল। বিহারের মোতিহারির রাধা রিফাইনারিজে ওই ভোজ্যতেল নিয়ে যাচ্ছিল সংস্থার ভাড়া করা একটি ট্রাক। হুগলির বৈদ্যবাটির একটি ট্রান্সপোর্ট সংস্থার কাছ থেকে ট্রাক ভাড়া করেছিল এস কে লজিস্টিকস। গাড়ির মালিকই গাড়ির চালক ছিলেন। গত ২৭জুন পণ্য বোঝাই করে রাতে রওনা দিয়েছিল। ৩০ জুন বিহারে পৌঁছনোর কথা ছিল। পুলিস জানিয়েছে, ঘটনার তিন সপ্তাহ পরও কোনও হদিশ মেলেনি। গাড়ির ড্রাইভারের ফোন রয়েছে। গাড়ির ব্রোকারকে খোঁজার চেষ্টা করছে পুলিস। অন্যদিকে, পতঞ্জলি ফুডস লিমিটেডের একটি ভোজ্যতেলের গাড়িও গায়েব হয়েছে বলে দুর্গাচক থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রায় ২৬ লক্ষ টাকার ভোজ্যতেল বোঝাই গাড়ি হলদিয়া থেকে ওড়িশার কটকের জগতপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে যাওয়ার পথে রহস্যজনকভাবে উধাও হয়েছে। গাড়িটি ১৫ জুলাই হলদিয়া থেকে রওনা দেয়। ওই গাড়ির ব্রোকার হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডের। ওই গাড়ির দু'বার ড্রাইভার বদল হয়েছে। তবে গাড়ির যে ড্রাইভার হলদিয়ায় লোডিংয়ের সময় ছিল, সে ভুয়ো ড্রাইভিং লাইসেন্স জমা করেছিল বলে অভিযোগ। আসল ড্রাইভিং লাইসেন্সের মালিকের বাড়ি নরঘাটে বলে পরে জানতে পারে পুলিস। দু'টি ঘটনায় পুলিস তদন্ত শুরু করেছে।
No comments