Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৯০০ স্কুলে মডিউলার টয়লেট ও কম্পিউটার দিচ্ছে আইওসি

৯০০ স্কুলে মডিউলার টয়লেট ও কম্পিউটার দিচ্ছে আইওসি
পূর্ব মেদিনীপুরের ৯০০টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে ছাত্রীদের জন্য মডিউলার টয়লেট এবং কম্পিউটার তুলে দেবে হলদিয়া আইওসি রিফাইনারি কর্তৃপক্ষ। হলদিয়া রিফাইনারির গোল্ডেন জুবিলি উপলক্…

 



৯০০ স্কুলে মডিউলার টয়লেট ও কম্পিউটার দিচ্ছে আইওসি


পূর্ব মেদিনীপুরের ৯০০টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে ছাত্রীদের জন্য মডিউলার টয়লেট এবং কম্পিউটার তুলে দেবে হলদিয়া আইওসি রিফাইনারি কর্তৃপক্ষ। হলদিয়া রিফাইনারির গোল্ডেন জুবিলি উপলক্ষে এধরনের সামাজিক কাজের উদ্যোগ নেওয়া হচ্ছে। ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী এক বছর ধরে জেলার স্কুল শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আইওসি ও জেলা প্রশাসন যৌথভাবে কাজ করবে। ১৬ জুলাই বুধবার সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর এন্ড প্ল্যান্ট হেড অতনু সান্যাল আনুষ্ঠানিকভাবে একথা জানিয়েছেন।

এদিন হলদিয়ার টাউনশিপে আইওসি অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে সংস্থার সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর বড়মাপের এক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাজি, পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, সিএমওএইচ বিভাস রায়, মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, আইওসির ইডি (টেকনিক্যাল) সুশান্তকুমার দাস সহ জেলা ও পুলিস প্রশাসনের পদস্থ আধিকারিকরা। ওই অনুষ্ঠানে জেলার শতাধিক স্কুলকে স্মার্ট ক্লাসরুমের ডিজিটাল ডিভাইস, ডেস্কটপ কম্পিউটার ও দিব্যাঙ্গদের সহায়ক সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে। আইওসি হলদিয়া মহকুমার কয়েকটি স্কুলে ছাত্রীদের সুস্বাস্থ্যের জন্য আধুনিকমানের মডিউলার টয়লেট তৈরি করে দিয়েছে। এদিন

অনুষ্ঠানের শুরুতে মডিউলার টয়লেট বিষয়ে স্কুল ছাত্রীদের প্রতিক্রিয়া নিয়ে কয়েক মিনিটের একটি ভিডিও তুলে ধরা হয়। জেলার আরও স্কুলে নতুন ধরনের এই টয়লেট তৈরির জন্য আইওসিকে প্রস্তাব দেন জেলাশাসক। এরপরই আইওসির ইডি জেলার ৯০০ স্কুলে মডিউলার টয়লেট তৈরির কথা ঘোষণা করেন। তিনি বলেন, গত বছরের সিএসআর প্রকল্পে পরীক্ষামূলকভাবে ৬টি স্কুলে এধরনের টয়লেট তৈরি করা হয়েছে। স্কুলগুলি খুবই খুশি এবং কম খরচে তৈরি হচ্ছে। জেলাশাসক ও পুলিস সুপার আইওসির নতুন প্রকল্পের প্রশংসা করেছেন। জেলাশাসক স্কুলের শিক্ষকদের উদ্দেশে বলেন, আইওসি ও জেলাপ্রশাসন যৌথভাবে নানা কাজ করছে, কিন্তু এগুলি রক্ষা করার দায়িত্ব আপনাদের নিতে হবে। এগুলি পরিচ্ছন্ন রাখার অভ্যেস শেখাতে হবে পড়ুয়াদের। আইওসি জেলার উন্নয়নে কাজ করার ক্ষেত্রে প্রতি মুহূর্তে জেলা প্রশাসনের পরামর্শ নেন। আইওসির জেনারেল ম্যানেজার অশোককুমার সিনহা, সিনিয়র ম্যানেজার রাজীব মণ্ডল বলেন, এদিন সিএসআর প্রকল্পে আট ধরনের কর্মসূচীর উদ্বোধন হয়েছে। ওই প্রকল্পে ১০০টি স্কুলকে কম্পিউটার, ২৭টি স্কুলকে স্মার্ট ক্লাস রুম (কে-ইয়ান ডিভাইস), ৭৫ জন দিব্যাঙ্গকে সহায়ক যন্ত্র তুলে দেওয়া হয়েছে। এছাড়া ওই প্রকল্পে মহিষাদল, নন্দীগ্রাম ও তালপাটিঘাট পুলিস স্টেশনে মহিলা পুলিস কর্মীদের টয়লেট সহ চেঞ্জিংরুম তৈরি করে দেওয়া হয়েছে। হলদিয়া মহকুমা হাসপাতালে আধুনিক চোখের চিকিৎসার জন্য সিএমওএইচের হাতে ফেকো সার্জারির মেশিন তুলে দিয়েছে আইওসি। আইওসির প্রোগ্রামের পর এদিন মহকুমাশাসককে নিয়ে হলদিয়া মহকুমা হাসপাতালে ঘুরে দেখেন জেলাশাসক।

No comments