Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বেআইনি ২২ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিস

বেআইনি ২২ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিস! বেআইনিভাবে চালানো ২২টি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধের নোটিস দিল নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা। সেই সঙ্গে, কেন এতদিন সরকারি অনুমতি না নিয়ে ডায়াগনস্টিক সেন্টার চালানো হল, সেজন্য শোকজ করা হয়েছে …

 





বেআইনি ২২ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিস!

 বেআইনিভাবে চালানো ২২টি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধের নোটিস দিল নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা। সেই সঙ্গে, কেন এতদিন সরকারি অনুমতি না নিয়ে ডায়াগনস্টিক সেন্টার চালানো হল, সেজন্য শোকজ করা হয়েছে সেন্টারগুলির কর্তৃপক্ষকে। বৃহস্পতিবার প্রশাসনিকভাবে এই ২২টি ডায়াগনস্টিক সেন্টারকে শোকজ নোটিসও দিয়েছেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত কুমার দেওয়ান। কাঁথি মহকুমা এবং হলদিয়া মহকুমার কিছু অংশ মিলিয়ে মোট ১১টি ব্লক এবং কাঁথি পুরসভা নিয়ে গঠিত নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা। এই স্বাস্থ্য জেলার নন্দীগ্রাম, চন্ডীপুর, হেঁড়িয়া, কাঁথি, রামনগর এবং দিঘা এলাকায় নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার ছড়িয়ে রয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের অনুমোদনপ্রাপ্ত ৪৮টি নার্সিংহোম এবং ১৩৮টি ডায়গনস্টিক সেন্টার রয়েছে। তারই পাশে বেশকিছু জায়গায় গজিয়ে উঠেছে বেআইনি ওই ডায়াগনস্টিক সেন্টারগুলি। গত দেড় মাস রুটিনমাফিক সমীক্ষার কাজ করতে গিয়ে সেগুলি নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার প্রশাসনিক কর্তাদের নজরে আসে। ঝাঁচকচকে কড়া নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা; শোকজ কর্তৃপক্ষ বিল্ডিং, আকর্ষণীয় নাম, বিজ্ঞাপনের চমক, উন্নতমানের রিপোর্ট পাওয়ার হাতছানিতে রোগী এবং তাঁর আত্মীয়-স্বজনরা সেখানে ভিড় জমান। সরকারের অনুমোদনের তোয়াক্কা না করেই ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। যা দেখে চক্ষু ছানাবড়া স্বাস্থ্যকর্তাদের।

প্রথম পর্বের অভিযানে সবচেয়ে বেশি বেআইনি ডায়াগনস্টিক সেন্টার ধরা পড়েছে চণ্ডীপুর ব্লকে। চণ্ডীপুর ব্লক এলাকায় ১২টি ডায়গনস্টিক সেন্টার এতদিন বেআইনিভাবে চলছিল, তার মধ্যে শুধুমাত্র চণ্ডীপুর ব্লক সদরে রয়েছে ৯টি বেআইনি ডায়াগনস্টিক সেন্টার। সেই সঙ্গে এই ব্লক এলাকার হাঁসচড়া বাজারে রয়েছে ২টি এবং পাটনা বাজারে রয়েছে ১টি বেআইনি ডায়গনস্টিক সেন্টার। নন্দীগ্রাম এক নম্বর ব্লকে টেঙ্গুয়া, মহম্মদপুর এবং নন্দীগ্রাম বাজার মিলিয়ে রয়েছে ৫টি বেআইনি ডায়াগনস্টিক সেন্টার। নন্দীগ্রাম দু'নম্বর ব্লক এলাকায় তেরপেখ্যা এবং কৃষ্ণনগর মিলিয়ে রয়েছে ৩টি বেআইনি ডায়াগনস্টিক সেন্টার। হেঁড়িয়া এবং মাধাখালিতে রয়েছে একটি করে এমন সেন্টার। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত কুমার দেওয়ান জানিয়েছেন, "আমাদের স্বাস্থ্য জেলার নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টারগুলির সরকার অনুমোদনপ্রাপ্ত কাগজপত্র দেখার জন্য দীর্ঘ দেড় মাস ধরে আমরা রুটিন অভিযান চালিয়েছি। তাতেই প্রাথমিক পর্বের অভিযানে ২২টি বেআইনি ডায়াগনস্টিক সেন্টার ধরা পড়েছে। ২৪ জুলাই থেকে তাদের সমস্ত কাজকর্ম বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। সেই সঙ্গে তাদের শোকজ করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে তাদের যথার্থ বক্তব্য জানাতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।"

এদিকে, এই বেআইনি কার্যকলাপ সামনে আসায় অনেক প্রশ্ন উঠেছে। ওই সমস্ত বেআইনি ডায়াগনস্টিক সেন্টার এতদিন মানুষকে ভুল রিপোর্ট দিয়েছে কি না? ব্যবসার চক্করে রোগী বা তাঁদের আত্মীয়-স্বজনদের কাছ থেকে পরীক্ষা-নিরীক্ষার নামে 'অতিরিক্ত চার্জ' নিয়েছে কি না, সবটাই তদন্ত করে দেখা হচ্ছে। চিহ্নিত বেআইনি ডায়াগনস্টিক সেন্টারগুলি যাতে না খোলা হয়, সেজন্য সংশ্লিষ্ট থানাগুলিকেও নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার তরফে সতর্ক করা হয়েছে।

No comments