সর্বহারার মহান নেতা শিবদাস ঘোষের স্মরণ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা!সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ৫ ই আগস্ট এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫০ তম স্মরণ দিবস উদযাপন উপলক্ষে দলের ভোগপুর লোকাল কমিটির উদ্…
সর্বহারার মহান নেতা শিবদাস ঘোষের স্মরণ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা!
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ৫ ই আগস্ট এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫০ তম স্মরণ দিবস উদযাপন উপলক্ষে দলের ভোগপুর লোকাল কমিটির উদ্যোগে আজ সন্ধ্যায় ঝোকুড়কুলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক।
নারায়নবাবু তার বক্তব্যে শিবদাস ঘোষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ,পরবর্তী ক্ষেত্রে এসইউসিআই(কমিউনিস্ট) দল গঠন,পুঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে দলকে শক্তিশালী করা প্রভৃতি বিষয়ে বিস্তৃত আলোচনা করেন। উনি দলকে এলাকায় শক্তিশালী করার পাশাপাশি দলের নেতৃত্বে গড়ে ওঠা বিভিন্ন আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ওই উপলক্ষে সকালে খন্যাডিহি বাজারে প্রচার স্কোয়াড ও বিকালে হরশঙ্কর বাজারে অনুরূপ সভা অনুষ্ঠিত হয়। হরশঙ্কর বাজারের সভায় বক্তব্য রাখেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মধুসূদন বেরা।
No comments