শুভেন্দুর গড়ে খেজুরিতে সমবায় ভোটে জিতলো তৃণমূল!
শুভেন্দুর গড়ে খেজুরিতে সমবায় ভোটে জিতলো তৃণমূল। বিজেপি ও সিপিএম' সমর্থিত প্রার্থীদের হারিয়ে ৬-৩ আসনে জয়লাভ করল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি…
শুভেন্দুর গড়ে খেজুরিতে সমবায় ভোটে জিতলো তৃণমূল!
শুভেন্দুর গড়ে খেজুরিতে সমবায় ভোটে জিতলো তৃণমূল। বিজেপি ও সিপিএম' সমর্থিত প্রার্থীদের হারিয়ে ৬-৩ আসনে জয়লাভ করল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার
হলুদবাড়ি অঞ্চলের দেখালী সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচলন কমিটির নির্বাচন ছিল। সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে ঘিরে সিপিএম, তৃণমূল ও বিজেপি'র এিমুখী লড়াই ছিল। ওই সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৯ টি আসন।নির্বাচনকে ঘিরে গোটা পুলিশ নিরাপত্তা মুড়ে ফেলা হয়। জয়ের পর রাজ্যের বিরোধী দল বিজেপি ও সিপিএমকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল।
জানাগিয়েছে, শনিবার খেজুরি বিধানসভা দেখালী সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচলন কমিটির নির্বাচন ছিল। নির্বাচনকে গিয়ে সকাল থেকে চাপা উত্তেজনা ছিল । সিপিএম, বিজেপি ও তৃণমূল সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে।ফল ঘোষণা হতেই সবুজ আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা।জয়ী প্রার্থীদের নিয়ে মিছিল পা মেলান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা বিশিষ্ট শিক্ষ্যাবিদ রামকৃষ্ণ দাস-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য কমিটির সদস্য তপন কুমার মাইতি জানিয়েছেন, দু-একটা সমবায় ভোটে তৃণমূল জিতে খেজুরিতে কিছু করতে পারবে না৷ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে খেজুরিতে আমরা একুশের বিধানসভার তিনগুণ ভোটে জিতবা। শুধু সময়ের অপেক্ষা।
No comments