Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

July 25, 2025

Weather Location

Popular Posts

Breaking News:

হাতিবেড়্যা পশ্চিম পল্লী লক্ষী পূজা ও রথযাত্রা কমিটি ১৩ তম বর্ষে রথযাত্রা উৎসব

হাতিবেড়্যা পশ্চিম পল্লী লক্ষী পূজা ও রথযাত্রা কমিটি ১৩ তম বর্ষে রথযাত্রা উৎসব!রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তরা লুটায়ে সবে  করিছে প্রণাম। রথ বলে আমি দেব পথ বলে আমি মূর্তি বলে আমি দেব হাসে অন্তর্যামী।ভিডিও দেখতে ক্লিক করুনhttp…

 



হাতিবেড়্যা পশ্চিম পল্লী লক্ষী পূজা ও রথযাত্রা কমিটি ১৩ তম বর্ষে রথযাত্রা উৎসব!

রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তরা লুটায়ে সবে  করিছে প্রণাম। রথ বলে আমি দেব পথ বলে আমি মূর্তি বলে আমি দেব হাসে অন্তর্যামী।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/vBrj6xeqe1E

আজ ২৬ শে জুন অর্থাৎ ১০ই জুন গত মঙ্গলবার জগন্নাথ বলরাম সুভদ্রা, মহাস্নানযাত্রার মধ্য দিয়ে সকলের অন্তরালে চলে গিয়েছিলেন একপক্ষকাল পর আজ দর্শনার্থীর মধ্য দিয়ে সকলের সামনে আসবেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা, রাত করলেই সাতাশে জুন শুক্রবার রথে চেপে নগর পরিক্রমায় বেরিয়ে পড়বেন সকলকে দর্শন দেওয়ার জন্য আর সেই পুণ্য লাভ করবেন সকল ভক্তবৃন্দ।রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে গন্ডিচা মন্দিরে রওনা দেবেন। কথিত আছে স্বর্ণ সিংহাসন থেকে রাজ ময়দানে রথে চড়ে বেরিয়ে পড়েন তাদের উদ্দেশ্যে যারা মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা কে দেখার সুযোগ পায় না। তাদের জন্য বছরের রথযাত্রার সময় রাজ পথে বেরিয়ে পড়েন সকলকে দর্শন দেওয়ার জন্য। রাগ কাটলেই ২৭ জুন শুক্রবার গন্ডিচা মন্দির মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। বর্তমানে সব রকমের প্রস্তুতি চলছে। বহু দর্শনার্থী ভক্তবৃন্দ রথের রশ্মিতে টান দিয়ে পুণ্য লাভের জন্য তারা এগিয়ে আসবেন। 

হলদিয়া পৌরসভা ২৪ নম্বর ওয়ার্ড পৌষালী ব্লকে হাতিবেড়িয়া পশ্চিম পল্লী রথযাত্রা ১৩তম বর্ষে পদার্পণ করেছে। এই রথযাত্রা এবং লক্ষ্মীপূজা কমিটির উদ্যোগে পালিত হয়। রথযাত্রার কমিটির সহসভাপতি শম্ভু মন্ডল বলেন এই রথের সূচনা করেছিলেন প্রাক্তন সাংসদ এই এলাকার বিশিষ্ট সমাজসেবী শিক্ষা শিক্ষাবিদ ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ সেই সূচনা পর্ব থেকে এই রথযাত্রা আমরা চালিয়ে আসছি আগামী দিনেও আরো বৃহৎ আকারে এই রথযাত্রা চলবে ইতিমধ্যে এটি মন্দির নির্মাণ হচ্ছে। যদিও এই এলাকার কিছুটা দূরেই এবার ইসকনের গণ্ডিচা মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা, সাত দিন ধরে থাকবেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা হবে ।তাতে কোন প্রভাব পড়বেনা ক্ষুদিরাম নগর পৌষালী ব্লকের রথ।এই রথ নিজের গতিতেই এলাকার মানুষের সহযোগিতা নিয়ে রথ এগিয়ে চলবে । ২৭ শে জুন শুক্রবার এই রথযাত্রার উদ্বোধন করবেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মন্ডল উপস্থিত থাকবেন থাকবেন সুদীপ্তন শেঠ দুর্গোৎসব কমিটি সভাপতি, বিশিষ্ট সমাজসেবী সায়ন্তন শেঠ এবং শিক্ষাবিদ ডক্টর স্পর্শিতা পন্ডা শেঠ প্রমূখ জানালেন উৎসব কমিটি সহ-সভাপতি শম্ভু মন্ডল।

No comments