জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো শিশুশ্রম বিরোধী দিবস !
স্কুল পড়ুয়াদের কারও লক্ষ্য আইএএস, কারও বা লক্ষ্য ডাক্তার নার্স হওয়া। কিন্তু, শিক্ষক, শিক্ষিকা হতে চায় ক'জন? হাত তুলতে বলায় সকলেই চুপ। বৃহস্পতিবার তমলুকে জেলাশাসক অফিসে…
জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো শিশুশ্রম বিরোধী দিবস !
স্কুল পড়ুয়াদের কারও লক্ষ্য আইএএস, কারও বা লক্ষ্য ডাক্তার নার্স হওয়া। কিন্তু, শিক্ষক, শিক্ষিকা হতে চায় ক'জন? হাত তুলতে বলায় সকলেই চুপ। বৃহস্পতিবার তমলুকে জেলাশাসক অফিসে বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) নেহা বন্দ্যোপাধ্যায়, শ্রম দপ্তরের জয়েন্ট লেবার কমশনার (পারসোনাল) অনিন্দিতা ভট্টাচার্য সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নেহা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের মধ্য থেকে কে কী হতে চায়, তা জানতে চেয়েছিলেন। সে সময় কচিকাঁচারা কেউ আইএএস অফিসার, কেউ ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার কথা জানায়। সেই সময় শিক্ষক-শিক্ষিকা কারা হতে চায়, জানতে চাওয়ায় সকলেই চুপ।
No comments