Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৫৫তম বর্ষের জন্মদিনে প্রয়াত বাবাকে স্মরণ করে জন্মদিনের কেক কাটলেন- জন্মেজয়!

৫৫তম বর্ষের জন্মদিনে প্রয়াত বাবাকে স্মরণ করে জন্মদিনের কেক কাটলেন- জন্মেজয়!
বয়সের তাগিদে মানুষের পরিবর্তন ঘটে। কিন্তু চিরাচরিত প্রথা হিসেবে জন্মদিন পালিত হয় বিভিন্নভাবে। ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/Qhth936Vdioতবে অ…

 



৫৫তম বর্ষের জন্মদিনে প্রয়াত বাবাকে স্মরণ করে জন্মদিনের কেক কাটলেন- জন্মেজয়!


বয়সের তাগিদে মানুষের পরিবর্তন ঘটে। কিন্তু চিরাচরিত প্রথা হিসেবে জন্মদিন পালিত হয় বিভিন্নভাবে। 

ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/Qhth936Vdio

তবে অত্যাধুনিক বৈজ্ঞানিক কারণেই এখন আর মা ঠাকুমাদের হাতে পায়েস আর হয়তো পাওয়া যায় না ।


এখন এসেছে বেকারির অত্যাধুনিক কেক, পার্টি নিয়েই এখন জন্মদিন। কিন্তু জন্মেজয় মান্না যিনি হলদিয়ায় একটি নামই সংস্থায় কর্মরত রয়েছেন ।

তিনি জানালেন সকালে উঠে প্রয়াত বাবাকে স্মরণ করে মাকে প্রণাম করে এবং মায়ের হাতে তৈরি পায়েস দূর্বা আতপ চাল দিয়ে আশীর্বাদ করেছেন মা। জন্মদিনে একটাই বার্তা দিলেন নতুন প্রজন্মের কাছে যদিও তিনি দুই পুত্রের পিতা তিনি জানালেন যাদের দ্বারা এই পৃথিবীর আলো  দেখেছি তাদেরকেই কখনোই কোন কিছুর বিনিময়ে ভোলা যায় না। কারণ তিনি না থাকলে আমরা এই পৃথিবী দেখতে পেতাম না। বর্তমান সমাজের এখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসেন তাদের ছেলেমেয়েরা তাদের উদ্দেশ্যে বললেন যারা এই পৃথিবীর আলো দেখিছে তাদেরকে যদি বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসো তোমার ছেলে মেয়েরাও দেখছে তুমি কি কাজ করছ। তোমাকেও যেতে হবে একসময় সেই বৃদ্ধাশ্রমে। তাই আসুন সকলে মিলে একসঙ্গে পরিবারের সঙ্গে সুখ দুঃখ বিনিময় করে একই জায়গায় বসবাস করি।




No comments