মনিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ
বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর এনএস এস ইউনিট এবং পদার্থবিদ্যা বিভাগ এর যৌথ উদ্যোগে মনিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হলো।এ…
মনিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ
বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর এনএস এস ইউনিট এবং পদার্থবিদ্যা বিভাগ এর যৌথ উদ্যোগে মনিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হলো।এনএস এস ইউনিট ও কলেজ এর পদার্থবিদ্যা বিভাগ এর অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা এই প্রশিক্ষণ দেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত এর প্রধান মাননীয় সোমনাথ মান্না,পদার্থবিদ্যা বিভাগ এর বিভাগীয় প্রধান ড.Susnata বেরা,IQAC Co ordinator ড.অতনু জানাসহ পদার্থবিদ্যা বিভাগ এর অন্যান্য অধ্যাপক মানবেন্দ্র মাইতি,শিবনারায়ণ মান্না,মানস মাইতি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির ভাবনা ও পরিকল্পনা করেন এনএস এস এর প্রোগ্রাম অফিসার প্রণব কুমার জানা।সহযোগিতায় ছিলেন এনএস এস এর অন্যান্য প্রোগ্রাম অফিসার চিরঞ্জিত দাস, ড.মহম্মদ ফিরোজ আলি, সংঘমিত্রা আরি আদক মহাশয়া।প্রায় 50জন ছাত্রছাত্রীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়।মহাবিদ্যালয় এর অন্যান্য বিভাগ ও এনএস এস এর সহযোগিতায় এই প্রশিক্ষণ সপ্তাহে 1-2 দিন চলতে থাকবে বলে জানানো হয়।ছাত্রছাত্রীরা খুবই আনন্দের সঙ্গে এই প্রশিক্ষণ নেয়।
No comments