হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় খাল সংস্কারের জন্য দ্রুততার সঙ্গে কাজ করছে সহ-সভাপতি- শ্রীকান্তবর্ষার আগেই হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় জল নিকাশি দ্রুততার সঙ্গে কাজ করার জন্য এগিয়ে এলেন হলদিয়া পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির অন…
হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় খাল সংস্কারের জন্য দ্রুততার সঙ্গে কাজ করছে সহ-সভাপতি- শ্রীকান্ত
বর্ষার আগেই হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় জল নিকাশি দ্রুততার সঙ্গে কাজ করার জন্য এগিয়ে এলেন হলদিয়া পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির অন্তর্গত বেশ কয়েকটি জল নিকাশি খাল রয়েছে। তার মধ্যে অন্যতম গঙ্গাখালি খাল এই খালটি গত বছর থেকে কাজ শুরু হয়েছিল। ধাপে ধাপে কাজ শুরু হয়েছে কিন্তু গত বছর অর্ধ অবস্থায় কাজ বন্ধ হয়ে গিয়েছিল সেই কাজটি পুনরায় চালু হয়েছে । যদিও এই মুহূর্তে ওইখালের শেষ প্রান্তে বড়বাড়ি, কিসমত শিবরামনগর, এলাকায় খালখননের কাজ এই মুহূর্তে হচ্ছে না । হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা ঘোড়ায় প্রধান সহ-সভাপতি শ্রীকান্ত মাইতি, দুজনেই স্বীকার করে নিলেন পরিকল্পনা রয়েছে ওই খাল দ্রুততার সঙ্গে সংস্কার করার জন্য। তবে তিনি স্বীকার করলেন হয়তো এবছর বড়বাড়ি ওই এলাকায় খাল খননের কাজ হয়তো হবেনা। ধীরে ধীরে সমস্ত প্রজেক্ট জমা দেওয়া হয়েছে তা আগামী দিনে এই খাল খনন হবে বলে তিনি জানালেন। হলদিয়া উন্নয়ন পর্ষদের দেওয়া প্রায় ১০ লক্ষ টাকা গঙ্গাখালি চকদ্বীপা অঞ্চল বাঁসখানা হয়ে বালুঘাটা এই এলাকার কাজ দ্রুততার সঙ্গে কাজ শুরু হয়েছে। যাতে কোনরকমে অতি বর্ষা জল দাঁড়িয়ে না যায় সর্ষে ক্ষতি না হয় সেদিকে নজর রাখছেন হলদিয়া পঞ্চায়েত সমিতি।
No comments