নজরুল স্মরণ অনুষ্ঠান সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: মেছেদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তীতে বিদ্যাসাগর অডিটোরিয়ামে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে এলাকার মানুষজ…
নজরুল স্মরণ অনুষ্ঠান
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: মেছেদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তীতে বিদ্যাসাগর অডিটোরিয়ামে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে এলাকার মানুষজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নজরুল স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিশ্বনাথ পড়িয়া। বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ ভবানী প্রসাদ দাস সহ একাধিক নজরুল অনুরাগী নজরুল গীতি পরিবেশন করেন। এলাকার শিশু কিশোররা বিদ্রোহী কবির অসংখ্য কবিতা পরিবেশন করে। মেচেদা কালচারাল এসোসিয়েশনের সংগীত গোষ্ঠীর একাধিক নজরুল সংগীতের মুর্ছনায় দর্শকের মন ভরে ওঠে। নজরুলের জীবন আদর্শ সম্পর্কে আলোচনা ও স্বাধীনতা আন্দোলন পর্বে সংগ্রামী কবির অবদান ও দুই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে নজরুল ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা করেন প্রাক্তন অধ্যাপিকা অনুরূপা দাস, গনেন রায়, ডাঃ রমেশ চন্দ্র বেরা প্রমুখ ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সদস্য উত্তম পাড়ই।
No comments