জাতীয় সড়কের শ্রমিকে মৃত্যু!
জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিনিয়ত চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি । কিন্তু তবুও বেপরোয়া গাড়ি চালানোর জন্যই প্রতিনিয়ত ঘটে চলছে দুর্ঘটনা। পুলিশের তরফ থেকে মাইকিং এবং নিজেরা পায়ে হেঁটে এই কর্মসূচি…
জাতীয় সড়কের শ্রমিকে মৃত্যু!
জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিনিয়ত চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি । কিন্তু তবুও বেপরোয়া গাড়ি চালানোর জন্যই প্রতিনিয়ত ঘটে চলছে দুর্ঘটনা। পুলিশের তরফ থেকে মাইকিং এবং নিজেরা পায়ে হেঁটে এই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য প্রতিনিয়ত কর্মসূচি নিয়ে থাকেন। কোভিডের পর থেকে বেড়েছে মোটরবাইক এবং স্কুটি বেশিরভাগ মানুষ এখন সেলফ ড্রাইভ করার চেষ্টা করছেন। হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় ডাম্পার এবং লরি দৌরাত্ম চলছে। সূত্রে জানা যায় বেশিরভাগ সময় ডাম্পার বা লরিতে হেলপার না রেখে ড্রাইভার একাই গাড়ি চালানোর চেষ্টা করে আর তার ফলেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
আজ সকালেই হলদিয়া বন্দরে শ্রমিক কাজ করতেন। তিনি ডিউটি যাওয়ার সময় সিটি সেন্টার পার হয়েই ১১৬ জাতীয় সড়ক রেনুকার সুগার মিল এর কাছেই যখন মোটরবাইকটি যায়। অপরদিক থেকে একটি লরি মোটরবাইকে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী কে পিসে দিয়ে চলে যায়। যদিও লরি কে ভবানীপুর থানার পুলিশ আটক করেছে বলে সূত্রের খবর। কিন্তু জাতীয় সড়কেই স্পটেই ওই বাইক আরোহী মারা যান বলে এলাকার সূত্রের খবর। বাইক আরোহীর নাম শিবু ধাড়া বয়স ২৮ বাবার নাম রবি ধাড়া গ্রাম ও পোস্ট বড়বাড়ি থানা ভবানীপুর পূর্ব মেদিনীপুর। তৎক্ষণাৎ ছুটে যান ভবানীপুর থানার পুলিশ বাইক আরোহী কে তুলে নিয়ে হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ।
No comments