হলদিয়ার চৈতন্যপুর নটরাজ নৃত্য নিকেতনের ষষ্ঠ বর্ষবরণ ও বাৎসরিক অনুষ্ঠান!
চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে রাত্রি পযর্ন্ত মঞ্চে নাচ,গান,কবিতায় পুরোটাই রঙিন নৃত্যে ভরে উঠল।এদিন বিকেলে সংস্থার ছাত্রছাত্রীদের নিয়ে এক…
হলদিয়ার চৈতন্যপুর নটরাজ নৃত্য নিকেতনের ষষ্ঠ বর্ষবরণ ও বাৎসরিক অনুষ্ঠান!
চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে রাত্রি পযর্ন্ত মঞ্চে নাচ,গান,কবিতায় পুরোটাই রঙিন নৃত্যে ভরে উঠল।এদিন বিকেলে সংস্থার ছাত্রছাত্রীদের নিয়ে একটি বণাঢ্য শোভাযাত্রা হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্যা হাই স্কুলের প্রধান শিক্ষক প্রাবন্ধিক দেবাশীষ পাহাড়ী ,
উপস্থিত ছিলেন পরানচক হাই স্কুলের শিক্ষক গান বাড়ীর কর্নধার মধূপরায়, শিক্ষক সুরজিৎ গুছাইত, সাংবাদিক সত্যেন্দ্রনাথ নায়ক, কবি সাহিত্যিক সাংবাদিক সুজিত ভৌমিক, হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক,দুর্গাপদ মিশ্র, প্রাক্তন শিক্ষক দেবদাস চক্রবর্তী, চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বন্দনা শেঠ, সঞ্চালনা করেন--- মানস ধাড়া,সকলকে বরন করে নিলেন চৈতন্যপুর নটরাজ নৃত্য নিকেতন সংস্থার প্রিন্সিপাল অঙ্গনা বাগ সিনহা।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/x4voMRH5ZdQ
উদ্বোধন সংগীত পরিবেশন করেন অভিভাবকেরা- সবারে করি আহ্বান....
সমস্ত অতিথিদের বাসন্তিক শুভেচ্ছা জানিয়ে চারাগাছ দিয়ে বরণ করে নেওয়া হয়।নটরাজ নৃত্য নিকেতনের অধ্যক্ষা অঙ্গনা বাগ সিনহা হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানিয়েছেন প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে ছাত্রছাত্রী ও অভিভাবকরা আন্তরিকতার সঙ্গে উৎসবে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে কত্থক,ভারতনট্যম,ফোক,রবীন্দ্র ও আধুনিক সহ বিভিন্ন ধরনের নৃত্য ছাত্রছাত্রীরা প্রদর্শন করে।সংস্থার কলাকুশলীদের সান্ধ্যকালীন এই মনমুগ্ধকর অনুষ্ঠান দেখতে ভিড় জমায় স্থানীয় এলাকাবাসী। প্রায় রাত্রি পর্যন্ত চলে নটরাজ নিত্য নিকেতনের বর্ষবরণ ও বাৎসরিক উৎসবের অনুষ্ঠান।
নিত্য নতুন খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments