হলদিয়া এখন মিনি ভারত এমবিবিএস হবু ডাক্তারদের শপথ গ্রহণ অনুষ্ঠান,৭ তম ব্যাচের এমবিবিএস শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান !
ICARE ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ এবং ডাঃ বিধান চন্দ্র রায় হাসপাতাল ৭তম ব্যাচের এমবি…
হলদিয়া এখন মিনি ভারত এমবিবিএস হবু ডাক্তারদের শপথ গ্রহণ অনুষ্ঠান,৭ তম ব্যাচের এমবিবিএস শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান !
ICARE ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ এবং ডাঃ বিধান চন্দ্র রায় হাসপাতাল ৭তম ব্যাচের এমবিবিএস শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান ।
হলদিয়া মেডিক্যাল কলেজ বা আইকেয়ার ইনস্টিটিউট অব মেডিক্যাল কলেজ ও ডক্টর বিধানচন্দ্র হাসপাতালে সপ্তম বর্ষের পড়ুয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠান ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/puAo9bOwFKQ
এদিন এইচআইটির এস.এন বোস অডিটোরিয়ামে মোট ১০২ জন পড়ুয়াকে ডাক্তারি ডিগ্রী দেওয়ার পাশাপাশি আজ তাঁদের দীক্ষান্ত শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডঃ লক্ষণ চন্দ্র শেঠ উর্ত্তীণ পড়ুয়াদের চিকিৎসাকে পেশা হিসেবে বেছে নেওয়ার পাশাপাশি দেশের সাধারণ মানুষের জন্যও নিজেদের কাজ করার আহবান জানান। ডঃ শেঠ বলেন, "আমাদের দেশ একটি বৃহৎ ভূখণ্ড ও বৃহৎ জনসংখ্যার দেশ। সেই জনসংখ্যার অনুপাতে যত চিকিৎসকের প্রয়োজন তত চিকিৎসক আমাদের নেই। ফলে উপযুক্ত চিকিৎসা পরিষেবার বহু মানুষকে প্রাণ বিসর্জন দিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে দেশে চিকিৎসকের খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন ভূমিকা পালন করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আমার প্রত্যাশা আপনারা কেবলমাত্র পেশা হিসাবেই চিকিৎসা বিদ্যাকে গ্রহণ করবেন না পাশাপাশি জাতির জন্যও নিজেদেরকে উৎসর্গ করবেন। হলদিয়া আই কেয়ার ইনস্টিটিউট অব মেডিকেল কলেজ সম্পাদক আসিস লাহিড়ী বলেন নিজেদের ও সমাজের যাতে উন্নতি করতে পারে সেই আশা করি। ডঃ বিধান চন্দ্র রায় বলেন আমাদের রাজ্যে অনেক গুলো মেডিকেল কলেজের রয়েছে। তাদের মধ্যে ১-২ নম্বরে আমাদের এই কলেজের অবস্থান। তিনি আরো বলেন সুপার স্পেশালিস্ট মেডিকেল কলেজ কোর্সগুলি হয় সেই কোর্স গুলির জন্য আমাদের কলেজ পদক্ষেপ গ্রহণ করেছে। কলেজ এবং হাসপাতাল কে আগামী দিনে আরও ডেভলপমেন্ট করার উদ্যোগ গ্রহণ করছে। ছিলেন আইকেয়ারের সভাপতি ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ, সম্পাদক আশীষ লাহিড়ী, আই কেয়ারের অন্যান্য সদস্য সায়ন্তন শেঠ, সুদীপ্তন শেঠ, মানসী দে শেঠ, এবং স্পর্শিতা পণ্ডা শেঠ, ছিলেন কলেজের অন্যান্য ডাক্তারগন। বিভিন্ন রাজ্য থেকে আগত শিক্ষার্থীরা দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছর পঠন পাঠন করে তারা আজ হুবু ডাক্তার হয়ে সংকল্প গ্রহণ করলেন। সঙ্গে তাদের পরিবারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন ডাক্তার বিধান চন্দ্র রায় ও আশীষ লাহিড়ী।
No comments