জব ফেয়ারে নামী সংস্থায় কাজ পেলেন ৪০০ জন।
মহিষাদল রাজ কলেজে জব ফেয়ারে দুই মেদিনীপুরের প্রায় ৪০০জন দেশের বিভিন্ন নামী সংস্থায় কাজের সুযোগ পেলেন। অনেকের হাতেই কাজের 'অফার লেটার'ও তুলে বিভিন্ন সংস্থা। ১২-১৪ হাজার থেকে ৪৫হাজার …
জব ফেয়ারে নামী সংস্থায় কাজ পেলেন ৪০০ জন।
মহিষাদল রাজ কলেজে জব ফেয়ারে দুই মেদিনীপুরের প্রায় ৪০০জন দেশের বিভিন্ন নামী সংস্থায় কাজের সুযোগ পেলেন। অনেকের হাতেই কাজের 'অফার লেটার'ও তুলে বিভিন্ন সংস্থা। ১২-১৪ হাজার থেকে ৪৫হাজার টাকা বেতনের চাকরি তাঁরা পেয়েছেন। দুই মেদিনীপুর থেকে এদিনের জব ফেয়ারে প্রায় ১২০০ জন রেজিস্ট্রেশন করিয়েছিলেন। জব ফেয়ারে এদিন কর্মপ্রার্থীদের ভিড় উপচে পড়ে।কলেজের প্রিন্সিপাল গৌতমকুমার মাইতি ও দীনদয়াল উপাধ্যায় কৌশল কেন্দ্রের ডিরেক্টর অধ্যাপক সঞ্জয় সেনের উদ্যোগে এবার চাকরি মেলায় সাড়া পড়েছে। কলেজের প্লেসমেন্ট কো-অর্ডিনেটর সঞ্জয়বাবু বলেন, এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামীসংস্থাগুলি ক্যাম্পাস ইন্টারভিউ নিয়ে সরাসরি হাতে চাকরির অফার লেটার তুলে দিয়েছে। এদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত ইন্টারভিউ চলেছে। ৪০০জনের বেশি চাকরি পাচ্ছেন। চাকরিপ্রার্থীদের বড় অংশ ভিনরাজ্যে কাজ পাচ্ছেন। তবে এবার লক্ষ্যণীয় বিষয় হল, সিংহভাগই বাইরে কাজে যেতে রাজি হয়েছেন। প্রিন্সিপাল বলেন, এবার জব ফেয়ারে আরও অনেক চাকরি প্রার্থী এবং সংস্থা আসতে চেয়েছিলেন। কিন্তু সবাইকে ঠাঁই দেওয়া সম্ভব হয়নি। কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান তিলক চক্রবর্তী বলেন, মফস্সলের কলেজে জব ফেয়ারে এত ভিড় হবে ভাবা যায়নি। এবার জব ফেয়ারে কলেজের প্রায় ৬০শতাংশ পড়ুয়া ছিল। বাইরে থেকে ৪০ শতাংশ এসেছিল। অনেকের মুখেই হাসি ফুটেছে।
No comments