পুকুরে জলে ডুবে মৃত ২পূর্ব মেদনীপুর জেলার শিল্প শহর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত দী শিবরাম নগর গ্রামে পুকুরে জলে ডুবে মৃত্যু হল দুই নাবালিকা শিশু কন্যা। এই মর্মান্তিক ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ সূত্রে জানা যায়…
পুকুরে জলে ডুবে মৃত ২
পূর্ব মেদনীপুর জেলার শিল্প শহর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত দী শিবরাম নগর গ্রামে পুকুরে জলে ডুবে মৃত্যু হল দুই নাবালিকা শিশু কন্যা। এই মর্মান্তিক ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ সূত্রে জানা যায় স্কুলের গরমের ছুটি থাকা মহিষাদল থানা এলাকা রঙ্গীবসান গ্রামের ঐন্দ্রিলা দেড়ে বয়স ৯ পিতা পলাশ দেড়ে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল সুতাহাটা থানার অন্তর্গত ডিহি শিবরামনগর এলাকায়। প্রচন্ড তাপদাহে বাড়ির ভিতরেই যখন সকলে ছোট্ট শিশু দুজন ঐন্দ্রিলা এবং ঐশী খেলা করছিল পুকুর ধারে। ঐশী দাস বয়স সাত পিতা তাপস দাস সুতাহাটা থানা এলাকা ডিহি শিবরাম নগর এলাকায় বাড়ি। সম্ভবত ঐশী দাস বয়স ৭ পুকুরে পড়ে ডুবে যেতে থাকে। তাকে উদ্ধার করতে পুকুরে নাবে ঐন্দ্রিলা। বিশেষ সূত্রে জানা যায়, সম্ভবত সাঁতার না জানার জন্য দুজনেই পুকুরের জলে তলিয়ে যায়। পরিবারে লোকেরা খুঁজে না পেয়ে পুকুর তল্লাশি করে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুকুর থেকেই। সোশ্যাল মিডিয়া ছবি এবং লেখা দেখে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। সমস্ত অভিভাবকদের সচেতন হওয়া দরকার ছোট ছোট ছেলেমেয়েদের চোখের আড়াল হতে দেওয়া উচিত নয়। আর তারই সাথে ছোট অবস্থায় তাদের সাঁতার সেখান যাতে যেকোনো সমস্যা সমাধানে মোকাবেলা করতে পারে তাই জন্যই সাঁতার শেখানো খুবই প্রয়োজন। একই সঙ্গে দুই নাবালিকা শিশু কন্যার মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
No comments