Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৮০তম জন্মদিনে "মেদিনী গৌরব সম্মাননা" পেলেন অধ্যাপক প্রণবেশ জানা!

৮০তম জন্মদিনে "মেদিনী গৌরব সম্মাননা" পেলেন অধ্যাপক প্রণবেশ জানা!অখন্ড মেদিনীপুর শিল্প শহর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত গুয়াবেড়িয়া গ্রামের ভূমিপুত্র বর্তমানে সল্টলেক বাসিন্দা  জনপ্রিয় গণিত বইয়ের বিশিষ্ট গ্রন্থকর …

 



৮০তম জন্মদিনে "মেদিনী গৌরব সম্মাননা" পেলেন অধ্যাপক প্রণবেশ জানা!

অখন্ড মেদিনীপুর শিল্প শহর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত গুয়াবেড়িয়া গ্রামের ভূমিপুত্র বর্তমানে সল্টলেক বাসিন্দা  জনপ্রিয় গণিত বইয়ের বিশিষ্ট গ্রন্থকর অধ্যাপক প্রণবেশ জানার ৮০ তম জন্মদিন পালিত হলো কলিকাতা ভারত সভা হলে । এদিন "মেদিনী গৌরব প্রণবেশ" প্রকাশিত হয়।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/O-imugiIUYI

 জন্মদিনে মেদিনীপুর সমন্বয়ের সংস্থার সদস্য ও সদস্য এবং প্রনবেশ বাবুর শুভানুধ্যায়ী,ছাত্র-ছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায় ড,সুজন কুমার বালা ও সংলাম মাইতি যৌথ সম্পাদনায় ১৫২ পৃষ্টার বই প্রকাশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন লেখক লেখিকা এবং অখন্ড মেদিনীপুর সমন্বয়ে সংস্থার সদস্য সদস্যা শুভানুধ্যায়ী ছাত্র-ছাত্রী, ছিলেন প্রধান অতিথি হিসেবে শ্রীমৎ স্বামী একরতানন্দজী মহারাজ ছিলেন ড, গোপাল মিশ্র, এবং প্রাক্তন রাজ্যসভার সদস্য মেদিনীপুরের ভূমিপুত্র কিরণময় নন্দ প্রমূখ। মেদিনী গৌরব প্রণবেশ সম্মানিত করা এবং প্রণবেশ বাবুর ৮০ তম জন্মদিনে কেক কেটে শত শত দীর্ঘায়ু কামনা করলেন উপস্থিত সকল অতিথিবৃন্দ। জন্মদিনে সকল সদস্য এবং তার শুভানুধ্যায়ীদের বার্তা দিলেন বর্তমান সমাজে নতুন প্রজন্মকে সুস্থ-সংস্কৃতি সামাজিক দায়বদ্ধ তৈরি করতে পারে মূলত তিনজন, বাবা মা এবং শিক্ষক। কিন্তু সেই শিক্ষক যদি যথাযথ সামাজিক দায়বদ্ধ পালন না করে তাহলেই সমাজ ধীরে ধীরে অবক্ষয় হবেই। আসুন সকলের প্রচেষ্টায় নতুন প্রজন্মকে সুস্থ-সংস্কৃতি এবং সামাজিক দায়বদ্ধ পালনের অঙ্গীকারবদ্ধ করি।

No comments