বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে পালিত হল রবীন্দ্রজয়ন্তী
আজ বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর জাতীয় সেবা প্রকল্প ইউনিট (১,২,৩,৪) এর উদ্যোগে ছাত্রছাত্রীদের সহযোগিতায় রবীন্দ্রজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো।আজকের অনুষ্ঠানে অতি…
বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে পালিত হল রবীন্দ্রজয়ন্তী
আজ বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর জাতীয় সেবা প্রকল্প ইউনিট (১,২,৩,৪) এর উদ্যোগে ছাত্রছাত্রীদের সহযোগিতায় রবীন্দ্রজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো।আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ড.মানবেন্দ্র সাহু,শিক্ষাবিজ্ঞান বিভাগ এর অধ্যাপক শুভঙ্কর ঘড়া,এন এস এস এর প্রকল্প আধিকারিক চিরঞ্জিত দাস,শিক্ষাকর্মী প্রদীপ দোলই প্রমুখ।ছাত্র সংসদ এর সদস্যবৃন্দ,এন এস এর স্বেচ্ছাসেবকসহ প্রায় ৬০জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল আজকের প্রোগ্রামে।
প্রথমে আজকের অতিথিদের বরণ করা হয় এরপর কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করা হয়। ভারতের বীর সেনারা যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে ১মিনিট নীরবতা পালন করা হয়।এরপর সঙ্গীত,আবৃত্তি,নৃত্য পরিবেশন করে এন এস এস এর স্বেচ্ছাসেবকরা।আজকের দিনের প্রাসঙ্গিকতা সম্পর্কে অনেকে তাদের বক্তব্য তুলে ধরেন।
সবশেষে এনএস এস এর গান ও জাতীয় সঙ্গীত এর মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ হয়।সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন এন এস এস এর প্রোগ্রাম অফিসার প্রণব কুমার জানা।
No comments