পাকিস্তান ক্ষেপণাস্ত্র ছুড়েছিল স্বর্ণমন্দির লক্ষ্য করেও! ধ্বংস হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়, জানাল ভারতীয় সেনাবাহিনী!
মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি জানিয়েছেন, পাকিস্তান হামলা করতে পারে আশঙ্কায় আগে থেকেই ‘নিরাপত্তার ছাতায়’ ঢেকে…
পাকিস্তান ক্ষেপণাস্ত্র ছুড়েছিল স্বর্ণমন্দির লক্ষ্য করেও! ধ্বংস হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়, জানাল ভারতীয় সেনাবাহিনী!
মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি জানিয়েছেন, পাকিস্তান হামলা করতে পারে আশঙ্কায় আগে থেকেই ‘নিরাপত্তার ছাতায়’ ঢেকে ফেলা হয়েছিল স্বর্ণ মন্দির। তাই সেখানে আঁচড় পর্যন্ত পড়েনি।
পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করতে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারতীয় সেনা। সেই অভিযান শুরুর পরে ৭-৮ মে রাতে অমৃতসরের স্বর্ণমন্দির লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল পাকিস্তানি সেনা। সোমবার এমনটাই জানালেন সেনাবাহিনীর ১৫ নম্বর ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি। তিনি এ-ও জানিয়েছেন, হামলা হতে পারে আশঙ্কায় আগে থেকেই ‘নিরাপত্তার ছাতায়’ ঢেকে ফেলা হয়েছিল স্বর্ণমন্দির। তাই সেখানে আঁচড় পর্যন্ত পড়েনি।সংবাদসংস্থা এএনআইকে সোমবার সেনা অফিসার মেজর জেনারেল কার্তিক জানিয়েছেন, ভারতে নির্দিষ্ট কোনও নিশানা পাকিস্তানের ছিল না। তাই তারা নাগরিকস্থল নিশানা করার চেষ্টা করেছিল। তাঁর কথায়, ‘‘আমরা জানতাম যে পাকিস্তানের নির্দিষ্ট লক্ষ্য নেই। তাই মনে করেছিলাম যে, তারা ভারতীয় সেনাঘাঁটি, নাগরিক এমনকি, ধর্মীয় স্থান লক্ষ্য করে হামলা চালাতে পারে।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা স্বর্ণমন্দিরকে আধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির ছাতায় ঢেকে ফেলেছিলাম।’’
২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জনের। তার পরেই ৭ মে পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করার জন্য ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারতীয় সেনা। সেনা অফিসার মেজর জেনারেল কার্তিক বলেন, ‘‘৮ মে গভীর রাতে পাকিস্তান ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।’’ তিনি জানান, ভারতীয় সেনাবাহিনী ওই হামলার জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত ছিল। সেইমতো ব্যবস্থা গ্রহণ করেছিল এবং প্রত্যেকটি ড্রোন, ক্ষেপণাস্ত্র রুখে দেওয়া হয়েছে। ওই অফিসারের কথায়, ‘‘স্বর্ণমন্দির লক্ষ্য করে যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পাকিস্তান, আমাদের সজাগ সেনাবাহিনী তা রুখে দিয়েছে। গুলি করে ড্রোন নামিয়েছে। আমাদের পবিত্র স্বর্ণমন্দিরে একটা আঁচড় পর্যন্ত পড়তে দেয়নি সেনাবাহিনী।’’ পাকিস্তানের হামলার চেষ্টা কী ভাবে রুখেছে ভারতীয় সেনা, তার ‘ডেমনস্ট্রেশন’ দেখিয়েছে সেনা।
এর আগে দেশের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে যে, দেশের বেশ কয়েকটি সেনাঘাঁটি, শহর লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান সেনা। সেই চেষ্টা ব্যর্থ করা হয়েছে। অমৃতসর, জম্মু, শ্রীনগর, পঠানকোট, জলন্ধর, লুধিয়ানা, চণ্ডীগড়, ভুজ লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল সেনা। কাশ্মীরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। সেই চেষ্টা ব্যর্থ করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি বলেও জানিয়েছে মন্ত্রক।
No comments