"নব আনন্দে জাগো" বই প্রকাশ ও সাহিত্য সভা!
হলদিয়া গভঃ-স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবনের সভাগৃহে 'নব আনন্দে জাগো' শিরোনামে অনুষ্ঠানটি হয়ে গেল। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপদ মাইতি, মধুপ রায়…
"নব আনন্দে জাগো" বই প্রকাশ ও সাহিত্য সভা!
হলদিয়া গভঃ-স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবনের সভাগৃহে 'নব আনন্দে জাগো' শিরোনামে অনুষ্ঠানটি হয়ে গেল। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপদ মাইতি, মধুপ রায়, ফটিক চাঁদ ঘোষ, অনির্বাণ দাস, দিলীপ গুছাইত, দেবাশিস মাইতি প্রমুখ। এই পর্বে প্রকাশিত হয় পম্পা মণ্ডলের কাব্যগ্রন্থ 'সব ছোঁয়া স্পর্শ হয় না', আশিস মিশ্রর 'খাতায় ভরা অনেক তারা', নিমাই মাইতির 'কপূরের গন্ধ'। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মৌসুমি দেবদাস গুছাইত। অতিথিদের বক্তব্যের পর পম্পা মণ্ডলের গ্রন্থ নিয়ে আলোচনা করেন ফটিক চাঁদ ঘোষ ও অলোক বিশ্বাস। সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি, কবিতা পাঠ, ছবি আঁকায় অংশ নেন প্রায় ৮০ জন কবি, সম্পাদক ও শিল্পী। কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, দাঁতন ও পূর্ব মেদিনীপুর জেলা থেকে কবি ও শিল্পীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বাড়খন্ডগ্রাম গণেশ হাইস্কুলের শিক্ষক বিপ্লব মণ্ডল। এছাড়াও অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিদাস ঘটক সহ, অন্যান্য শিক্ষকবৃন্দ। শিল্পী বিশ্বজিৎ মণ্ডল, সুচিস্মিতা মিশ্র, অমিত রাউত ও সমৃদ্ধি মণ্ডল সহ অন্যান্য কবিদের সহযোগিতায় অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়েছে। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শুচিস্মিতা মিশ্র ও আশিস মিশ্র। সহযোগি পত্রিকা হিসেবে ছিল ল্যাকেটু, দিনকাল, অপরা ও কবিতিকা। জানালেন কবি পম্পা মন্ডল।
No comments