Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১২টি কলেজের ইউনিট নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক সভা

১২টি কলেজের ইউনিট নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক সভামঙ্গলবার নিমতৌড়ির স্মৃতিসৌধে তৃণমূল ছাত্র পরিষদের তমলুক সাংগঠনিক জেলার ১২টি কলেজের ইউনিট নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক সভা হল। জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক, জেলা তৃণমূল সভাপত…

 

১২টি কলেজের ইউনিট নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক সভা

মঙ্গলবার নিমতৌড়ির স্মৃতিসৌধে তৃণমূল ছাত্র পরিষদের তমলুক সাংগঠনিক জেলার ১২টি কলেজের ইউনিট নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক সভা হল। জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক, জেলা তৃণমূল সভাপতি সুজিত রায়, জেলাস্তরের নেতা পার্থ বটব্যাল সহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন। তমলুক সাংগঠনিক জেলার প্রতিটি কলেজে ছাত্র সংগঠনকে মজবুত করার লক্ষ্যে এই সভা হয়। সামনেই কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। নবাগতদের নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়।

এদিনের সভায় আমদাবাদের স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়, নন্দীগ্রাম সীতানন্দ কলেজ, চৈতন্যপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়, কোলাঘাট রবীন্দ্রভারতী, পাঁশকুড়া বনমালী, ময়না কলেজ, নন্দকুমার সহ ১২টি কলেজ থেকে টিএমসিপি’র প্রতিনিধিরা অংশ নেন। সভাধিপতি বলেন, ২০২৬সালে বিধানসভা নির্বাচন। তাতে ছাত্র ও যুবদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পুস্তিকা নিয়ে ছাত্রছাত্রীদের মানুষের কাছে পৌঁছতে হবে। দলকে শক্তিশালী করতে ছাত্রছাত্রীদের অগ্রণী ভূমিকা নিতে হবে। কলেজে পড়ুয়াদের স্বার্থে কর্মসূচি গ্রহণ করে ইউনিটকে আরও শক্তিশালী করতে হবে।জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় বলেন, আমরা ছাত্র রাজনীতি করেই উঠে এসেছি। তাই ছাত্র সংগঠনের প্রতি আলাদা আবেগ রয়েছে। আমরা প্রতিটি পদক্ষেপে ছাত্র সংগঠনকে যুক্ত করব। পূর্ব মেদিনীপুর জেলায় এই সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশা করছি।এদিন ছাত্র নেতৃত্বের ম঩ধ্যে সুশান্ত ভরসা, শেখ ইসমাইল, জগদীশ জানা, মোনালিসা কুইলি, সৌমী জানা, লক্ষ্মী সাহু সহ আরও অনেকে সভায় ছিলেন। প্রত্যেকে সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে শপথ নেন।

No comments