গানে গানে রবীন্দ্রনাথ -মনোজিৎ দাস ( পর্ব - ১৯ )
" হে মোর চিত্ত , পূণ্যতীর্থে জাগরে ধীরেএই ভারতের মহা - মানবের সাগর তীরে।হেথায় দাঁড়ায়ে দু বাহু বাড়ায়ে নমি নরদেবতারে ---"(স্বদেশ পর্যায় )গুরুদেবের দেশমাতৃকার অন্তর ও …
গানে গানে রবীন্দ্রনাথ -মনোজিৎ দাস ( পর্ব - ১৯ )
" হে মোর চিত্ত , পূণ্যতীর্থে জাগরে ধীরে
এই ভারতের মহা - মানবের সাগর তীরে।
হেথায় দাঁড়ায়ে দু বাহু বাড়ায়ে নমি নরদেবতারে ---"(স্বদেশ পর্যায় )
গুরুদেবের দেশমাতৃকার অন্তর ও বাহির সমগ্ররূপটি
মানসলোকে দীপ্তমান। কবির গানের মধ্যে দেখা যায় যে তিনি নবজাগরণের আহ্বান করছেন। তাই বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন বিশ্বমানবতার স্বরূপ
কি।
শ্রীঅরবিন্দ বলছেন -' This is Naturals' law in our progress - the law that will admit the unity of life and at the same time will ever encourage an infinite varity of types . Unity in diversity - this is the only significance of the Divine reality in earthly human nature . A diversity in oneness is the law of the manifestation .
" পূণ্যতীর্থ " বলতে কবি বলছেন পবিত্রতম স্থান যেখানে ভেদাভেদ নাই ।সকলের চোখে এক আনন্দ আছে। সেখানে প্রত্যক্ষ দেবতা নারদেবতার উদার ছন্দে বন্দনা হয় ।
No comments