শোলাট গ্রামে ১৭ তম বর্ষে শ্রী শ্রীশ্মশান কালীর পুজোআজ ফলহারিণী কালীপুজো, বিভিন্ন জায়গায় সকাল থেকে মায়ের পূজা অর্চনা শুরু হয়েছে। অমাবস্যার পুণ্য লগ্নে মায়ের পূজা অর্চনা হচ্ছে বিভিন্ন জায়গায় মন্দিরে এবং অস্থায়ীভাবে মায়ের ম…
শোলাট গ্রামে ১৭ তম বর্ষে শ্রী শ্রীশ্মশান কালীর পুজো
আজ ফলহারিণী কালীপুজো, বিভিন্ন জায়গায় সকাল থেকে মায়ের পূজা অর্চনা শুরু হয়েছে। অমাবস্যার পুণ্য লগ্নে মায়ের পূজা অর্চনা হচ্ছে বিভিন্ন জায়গায় মন্দিরে এবং অস্থায়ীভাবে মায়ের মন্দির তৈরি করে মায়ের পূজা শুরু হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা করে মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন মন্ডপে। হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড শোলাট গ্রাম দক্ষিণ মধ্যম পল্লী মহাশ্মশানে শ্রী শ্রীশ্মশান কালী মায়ের পূজার্চনা ব্রতী হয়েছেন গ্রামবাসীগণ। এবারের পূজো মহিলা কমিটির দ্বারা পরিচালিত। আগামীকাল সকালে থাকছে খিচুড়ি প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় থাকছে ড্যান্স হাঙ্গামা জানালেন কমিটির সদস্য এবং সদস্যাগণ।
No comments