হলদিয়ারি রিফাইনারি আইওসিএল টাউনশিপ মেন্টেনেন্স শ্রমিকদের সিওডি সম্পূর্ণ হল!
শিল্প শহর হলদিয়া রিফাইনারি আই সি এল টাউনশিপ মেনটেনেন্স ওয়ার্কারদের বেতন বৃদ্ধি বা সিওডি সম্পন্ন হল ১৩ ই মে মঙ্গলবার। কলিকাতায় রিজিওনাল লেবার অফিসেই আই…
হলদিয়ারি রিফাইনারি আইওসিএল টাউনশিপ মেন্টেনেন্স শ্রমিকদের সিওডি সম্পূর্ণ হল!
শিল্প শহর হলদিয়া রিফাইনারি আই সি এল টাউনশিপ মেনটেনেন্স ওয়ার্কারদের বেতন বৃদ্ধি বা সিওডি সম্পন্ন হল ১৩ ই মে মঙ্গলবার। কলিকাতায় রিজিওনাল লেবার অফিসেই আইএনটিটিইসি নেতৃত্বে এই সি ও ডি সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
এই সিডিতে উপস্থিত ছিলেন আধিকারিকদের সঙ্গে আইএনটিটিইউসি পূর্ব মেদনীপুর জেলা সভাপতি চন্দন দে মানা এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সদস্যবৃন্দ ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস যুব সভাপতি আজকের আজগর আলি পল্টু প্রমূখ। এই সিওডি প্রায় সাড়ে তিন বছর না হওয়ার জন্য সমস্যায় পড়ছিলেন শ্রমিকরা। অবশেষে আজকের এই সিওডি প্রায় ৩১ শতাংশ বেতন বৃদ্ধি হল। যার ফলেই প্রায় কয়েক শত শ্রমিক উপকৃত হলেন বলে জানালেন।
No comments