অসুস্থ হনুমানকে বনদপ্তরের হাতে তুলে দিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও গ্রামবাসী!শিল্প শহর হলদিয়া পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড দীর্ঘ কয়েক দিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিল একটি হনুমান। এলাকার মানুষকে দেখলেই তাড়িয়ে নিয়ে আসতো সকলেই ভাবতো …
অসুস্থ হনুমানকে বনদপ্তরের হাতে তুলে দিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও গ্রামবাসী!
শিল্প শহর হলদিয়া পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড দীর্ঘ কয়েক দিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিল একটি হনুমান। এলাকার মানুষকে দেখলেই তাড়িয়ে নিয়ে আসতো সকলেই ভাবতো পাগল হয়ে গেছে হনুমানটি।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/bBFtcTu3S2I
পরে দেখা যায় সারা গায়ে আগুনে পোড়ার মতো দাগ হয়ে যাচ্ছিল ওই এলাকার বিজ্ঞান মঞ্চের কর্মীরা বনদপ্তরের খবর দেয়। বনদপ্তরে আধিকারীরা প্রথমে টালবাহানা করলেও পরে তারা এসে আজ অসুস্থ হনুমানটিকে নন্দকুমার রেঞ্জার,বালুঘাটা বনদপ্তরের কর্মীরা তুলে নিয়ে গেলেন। জানা যায় এই প্রচন্ড গরমে হনুমানের গায়ে ফেনার্স বেরিয়ে গিয়েছে, যাতে অসুস্থ হনুমান থেকে সুস্থ করা যায় তারই জন্যই বনদপ্তরের কর্মীরা আজকের প্রায় তিন ঘন্টা ধরে তাকে ধরার পরিকল্পনা করে পরে তাকে খাঁচা বন্দী করে বনদপ্তরের গাড়িতে করে নিয়ে গেলেন। জানালেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা বিজ্ঞান কেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলা বিজ্ঞান মঞ্চের অন্যতম সদস্য নকুল চন্দ্র ঘাঁটি এবং জ্যোতির্ময় বর্মন ও অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান কেন্দ্র হাতিবেরিয়া সম্পাদক সন্দীপ পাত্র।
No comments