দীর্ঘদিনের জল নিকাশি সমস্যা স্থায়ী সমাধানে যৌথ প্রশাসনিক সভা হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং হলদিয়া পৌরসভা যৌথসভা হলো হলদিয়া উন্নয়ন পর্ষদে । হলদিয়া পৌর এলাকায় বিভিন্ন জায়গায় কারখানা তৈরি হয়ে গেছে জল নিকাশি সমাধান না করেই তার ফ…
দীর্ঘদিনের জল নিকাশি সমস্যা স্থায়ী সমাধানে যৌথ প্রশাসনিক সভা
হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং হলদিয়া পৌরসভা যৌথসভা হলো হলদিয়া উন্নয়ন পর্ষদে । হলদিয়া পৌর এলাকায় বিভিন্ন জায়গায় কারখানা তৈরি হয়ে গেছে জল নিকাশি সমাধান না করেই তার ফলেই ১৪ ১৫ ১৬ এই ওয়ার্ডগুলি অল্প বৃষ্টি হলেই জল মগ্ন হয়ে পড়ে এলাকা। শিল্প শহরে বিভিন্ন জায়গায় কারখানা গড়ে উঠেছে কিন্তু জল নিকাশি স্থায়ী সমাধান না রেখেই তার ফলেই সমস্যার পড়ে সাধারণ মানুষ। পনো ১৩১৪,১৫, ১৬ এই ওয়ার্ড গুলিতে অল্প বৃষ্টি হলে কৃষি জমি ও পুকুর ডুবে যায়। তার ফলেই সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েন। এই কয়টি ওয়ার্ডে কয়েকটি কারখানার বজ্র জল এই এলাকায় প্রবেশ করে তার ফলেই মাছ চাষ থেকে শুরু করে কৃষি জমি নষ্ট হয়ে যায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলল হলদিয়া পৌরসভা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং শিল্প কারখানা আধিকারিকদের নিয়ে হলদিয়ার বিধায়িকা উপস্থিতিতে স্থায়ী সমাধানের সূত্রের জন্য আজ হলদিয়া উন্নয়ন পর্ষদে সভা হলো জানালেন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর।
No comments