চতুর্থ স্থানে কাঁথির সুপ্রতীক মান্না
পাশের হারেও শীর্ষে পূর্ব মেদিনীপুর। মেধা তালিকাতে উঠে এসেছে ৯ জন কৃতির নাম। পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রথম এবং রাজ্যের মধ্যে চতুর্থ হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মডেল ইনস্টিটিউশনের স…
চতুর্থ স্থানে কাঁথির সুপ্রতীক মান্না
পাশের হারেও শীর্ষে পূর্ব মেদিনীপুর। মেধা তালিকাতে উঠে এসেছে ৯ জন কৃতির নাম। পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রথম এবং রাজ্যের মধ্যে চতুর্থ হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মডেল ইনস্টিটিউশনের সুপ্রতীক মান্না। তার প্রাপ্ত নাম্বার ৬৯২। এত বড় সাফল্যে বাবা-মা ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অবদানের কথা জানিয়েছে সুপ্রতীক। সুপ্রতীকের বাবা একজন আইনজীবী। মাও একজন শিক্ষিকা। শুক্রবার সকালে এত বড় সাফল্যে আনন্দিত গোটা পরিবার।
No comments