Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্প আধিকারিকদের নিয়ে সভা করলেন জেলাশাসক? কটাক্ষ করলেন বি এম এস!

শিল্প আধিকারিকদের নিয়ে সভা করলেন জেলাশাসক? কটাক্ষ করলেন বি এম এস! হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় প্রায় ৪৪ টি শিল্প সংস্থার আধিকারিক দের নিয়ে এবং জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে  হলদিয়া কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে সভা ক…





 শিল্প আধিকারিকদের নিয়ে সভা করলেন জেলাশাসক? কটাক্ষ করলেন বি এম এস!

 হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় প্রায় ৪৪ টি শিল্প সংস্থার আধিকারিক দের নিয়ে এবং জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে  হলদিয়া কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে সভা করলেন জেলা শাসক পূর্ণেন্দু মাজী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন শিল্পাঞ্চলে গেট পাশ বিভিন্ন রকম সমস্যা হয়। সেই গেট পাস প্রথা তুলে দিয়ে বায়োমেট্রিক উপরে জোর দেওয়া হয়েছে। এছাড়া সামনে বর্ষাকাল বর্ষার সময় যাতে কোনো রকমে রাস্তায় জল জমে না যায় এবং যে রাস্তাগুলো খুবই খারাপ হয়ে গেছে দ্রুততার সঙ্গে রাস্তা গুলি সারানোর উদ্যোগ নেওয়া জন্য হলদিয়া উন্নয়ন পর্ষদ কে দায়িত্ব দিলেন। শিল্প  আধিকারিক এবং তারই সাথে শিল্প কারখানার  স্বীকৃত শ্রমিক সংগঠনের নেতৃত্ব দের নিয়ে সভা করলেন। সভায় উপস্থিত ছিলেন সাংসদ এবং পূর্ব মেদিনীপুর জেলা আইএনটিটিইউসি শ্রমিক সাংগঠনের কোর কমিটির চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।  আজকের এই সভা কেবলমাত্র আইএনটিটিইউসি কোর কমিটির নেতৃত্বদের ডাকা হয়েছে। বিএমএস কে ডাকা হয়নি সেজন্য ক্ষোভ উবরে দিলেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী। তিনি বলেন সরকারিভাবে সভা ডাকা হয়েছে সেখানে কেবলমাত্র একটি রাজনৈতিক দলের শ্রমিক সাংগঠনকে কেন ডাকা হল ? তিনি বলেন যদিও বর্তমানে জেলা শাসক তৃণমূলের হয়ে কাজ করছে। একের পর এক বিস্ফোরক  মন্তব্য করলেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী। তিনি আরো বলেন আগামী দিনে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকব।

No comments