প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের" অধীন , "বৃত্তি পরীক্ষা পুরস্কার" প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ! চৈতন্যপুর , রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে ," প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের" অধীন , "বৃত্তি পরীক্ষ…
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের" অধীন , "বৃত্তি পরীক্ষা পুরস্কার" প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় !
চৈতন্যপুর , রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে ," প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের" অধীন , "বৃত্তি পরীক্ষা পুরস্কার" প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।প্রায় ৭০ জন উত্তীর্ণ ছাত্রদের
"বৃত্তি ও পুরস্কার প্রদান" করা হয়। বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় রাজ্য সরকারকে প্রাথমিক স্তর থেকেই পাশ ফেল চালু করতে হবে। এই দাবিতে ১৯৯২ সাল থেকে বিভিন্ন শিক্ষাবিদদের নিয়ে সারা রাজ্যে ,এই বৃত্তি পরীক্ষা সূচনা হয়। হলদিয়া এলাকার প্রায় ১৪টা হাইস্কুলে বৃত্তি পরীক্ষা সেন্টার এর পাশ করা,সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অভিভাবক দের দাবি--"জাতীয় শিক্ষানীতি" কে কার্যকরী না করে অবিলম্বে- এ রাজ্যে, 26000 শিক্ষক বাতিল করার ষড়যন্ত্র নয়, তাদের স্কুলে কর্মরত রেখে ও ৮২০৮ টা স্কুল বন্ধ করার ষড়যন্ত্র বাতিল করতে হবে।
ঐ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -অলকেশ বেতাল ,শুভেন্দু শেখর দাস , সান্তনু দাস, প্রদোৎ দাস ,শ্যামচরণ দাস ও অসীম জানা, রাম মন্ডল , সেক সিরাজ প্রমুখ।
No comments