বিনামূল্যে চিকিৎসা শিবিরসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: রাধামোহনপুর সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট সদস্য প্রয়াত প্রদীপ মাইতির স্মরণে আজ রাধামোহনপুর সাংস্কৃতিক অঙ্গনের পরিচালনায় মেচেদা ডাঃ নরমান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের সহযোগি…
বিনামূল্যে চিকিৎসা শিবির
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: রাধামোহনপুর সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট সদস্য প্রয়াত প্রদীপ মাইতির স্মরণে আজ রাধামোহনপুর সাংস্কৃতিক অঙ্গনের পরিচালনায় মেচেদা ডাঃ নরমান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় রাধামোহনপুর স্টেশন সংলগ্ন পানআড়তে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে সংস্থার জেনারেল ফিজিশিয়ান,শিশু ও দন্ত বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা ১২৫ জন রোগীর চিকিৎসা করেন। শিবিরে রোগীদের বিনামূল্যে ঔষধ,সুগার টেষ্ট,ই সি জি করা হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন,সাংস্কৃতিক অঙ্গনের সম্পাদক নির্মল কুমার মন্ডল,সভাপতি প্রনব ঘোষ এবং প্রাক্তন সম্পাদক চিত্তরঞ্জন দাস,ট্রাস্টের সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া,সদস্য ডাঃ ভবানী শংকর দাস প্রমুখ। ডাঃ পড়িয়া প্রয়াত প্রদীপ মাইতিকে শ্রদ্ধা ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে ক্যাম্পের গুরুত্ব আলোচনা করেন।
No comments