দু'মাসে পর পর ভোজ্যতেল ও ব্যাটারি বোঝাই ট্রাক উধাও, অথৈ জলে পুলিশ!
হলদিয়া থেকে উত্তরপ্রদেশের বারাণসী যাওয়ার পথে ফের মাঝরাস্তায় রহস্যজনকভাবে উধাও হয়ে গেল প্রায় ৪৩ লক্ষ টাকার দামি ব্যাটারিবোঝাই ট্রাক। ভবানীপুর থানা এলাকায় এইচপি…
দু'মাসে পর পর ভোজ্যতেল ও ব্যাটারি বোঝাই ট্রাক উধাও, অথৈ জলে পুলিশ!
হলদিয়া থেকে উত্তরপ্রদেশের বারাণসী যাওয়ার পথে ফের মাঝরাস্তায় রহস্যজনকভাবে উধাও হয়ে গেল প্রায় ৪৩ লক্ষ টাকার দামি ব্যাটারিবোঝাই ট্রাক। ভবানীপুর থানা এলাকায় এইচপিএল লিঙ্ক রোড সংলগ্ন কসবেড়িয়ার এক্সাইড ব্যাটারি (ক্লোরাইড মেটাল) কারখানায় মালবোঝাই করে ট্রাকটি বারাণসীর উদ্দেশে যাচ্ছিল। হলদিয়া থেকে যাত্রা শুরুর একমাস পরও ট্রাকের হদিশ মেলেনি। জিপিএস বিকল করে ব্যাটারি সহ ট্রাকটি হাইজ্যাক করা হয়েছে বসে অভিযোগ। ওই ব্যাটারি সরবরাহকারী ট্রান্সপোর্ট সংস্থা ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ মার্চ ওই ট্রাক লোডিংয়ের পর রাতে হলদিয়া থেকে রওনা দিয়েছিল। মাস দেড়েক আগেই হলদিয়ার ভবানীপুর এলাকা থেকে বিহার যাওয়ার পথে মাঝরাস্তায় উধাও হয়ে গিয়েছিল ৪৪ লক্ষ টাকার ভোজ্যতেল বোঝাই ট্রাক। হলদিয়ার আদানি উইলমার কারখানা থেকে ওই ট্রাকটি গত ২৮ জানুয়ারি রওনা দিয়েছিল। আজও সেই ট্রাকের হদিশ মেলেনি। দু'মাসের ব্যবধানে পরপর দুটি ট্রাক উধাও হওয়ার ঘটনায় শিল্পমহল উদ্বিগ্ন।
ভবানীপুর থানার পুলিশ জানিয়েছে, গত ২৩ মার্চ এক্সাইড কারখানা থেকে ৪১০ টি ব্যাটারি নিয়ে ১২ চাকা একটি লরি বারাণসী এক্সাইড ব্যাটারি কারখানার উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝরাস্তায় ট্রাক সহ পণ্য উধাও হয়ে গিয়েছে বলে ট্রান্সপোর্ট সংস্থা অভিযোগ করেছে। ওই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ভবানীপুর থানা এলাকায় একাধিক ভোজ্যতেল কারখানা রয়েছে। প্রায়ই ওই কারখাগুলিতে পণ্য বোঝাইয়ের পর মাঝরস্তায় ট্রাক হাইজ্যাক করার অভিযোগ ওঠে। গত অক্টোবর মাসে এ ধরনের একটি ট্রাক হলদিয়া থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মাঝরাস্তায় উধাও হয়ে গিয়েছিল। ওই ট্রাকে ২৬ লক্ষ টাকার ভোজ্যতেল ছিল। ভবানীপুর থানার পুলিশ জানিয়েছে, প্রতিটি হাইজ্যাকিংয়ের পিছনে একটি চক্র থাকে। ওই চক্রের সঙ্গে ড্রাইভার, খালাসি যুক্ত হয়। শিলিগুড়ির ওই উধাও হওয়া ট্রাকের ড্রাইভার ও হেল্পারকে পুলিশ শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে। ধৃত অর্জুন সরোজ ও অশোক দাসের বাড়ি খিদিরপুরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ১৮ অক্টোবর হলদিয়া থেকে ভোজ্য তেল বোঝাই ট্রাক শিলিগুড়ির উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝপথে ২১ অক্টোবর ট্রাকটিকে হাইজ্যাক করা হয়। এদের জেরা করে পুলিশ ট্রাক ও ভোজ্যতেলের সন্ধান পেতে চাইছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হলদিয়া থেকে পর পর ভোজ্যতেলের ট্রাক উধাও হলেও দু'বছর পর ফের, এক্সাইডের ব্যাটারি বোঝাই ট্রাক উধাও হল। ২০২৩ সালের ১৭ জুন দুর্গাচকের এক্সাইড ব্যাটারি কারখানায় ৪৫ লক্ষ টাকার মালবোঝাই করে ওই ট্রাক অসমে সংস্থার ডিপোর উদ্দেশে যাচ্ছিল। আজও সেই ট্রাকের হদিশ মেলেনি।
No comments