৭৬ তম লক্ষ্মণ শেঠ জন্মদিন দিবসে উপস্থিত রাজ্যের মন্ত্রী!পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সত্তর দশকের পর দাপটে নেতা সিপিআইএমের প্রাক্তন বিধায়ক, সাংসদ ডঃ লক্ষণ চন্দ্র শেঠ বর্তমানে প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি,76 তম জন্মদিন পালিত হলো। …
৭৬ তম লক্ষ্মণ শেঠ জন্মদিন দিবসে উপস্থিত রাজ্যের মন্ত্রী!
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সত্তর দশকের পর দাপটে নেতা সিপিআইএমের প্রাক্তন বিধায়ক, সাংসদ ডঃ লক্ষণ চন্দ্র শেঠ বর্তমানে প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি,76 তম জন্মদিন পালিত হলো। হলদিয়া আই কেয়ার ফুটবল মাঠে আজকের আইকারের পরিবারের তরফ থেকে তার জন্মদিন পালিত হয়। এই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আইকেয়ার তরফ থেকে প্রাক্তন বিধায়ক ও সাংসদ লক্ষ্মণ শেঠের জন্মদিনে প্রয়াত তমালিকা পন্ডা শেঠ নামাঙ্কিত পুরস্কার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে জেলার প্রথম যারা হয়েছিলেন তাদেরকে সম্বর্ধিত করা হয়। এছাড়া জেলার কয়েকটি হাই স্কুলকে আর্থিক অনুদান দেওয়া হয়। এছাড়া দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের জন্য আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।
No comments