নিখোঁজ নাতনির খোঁজ পেতে ধর্নায় দাদু ঠাকুমা
একমাস পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি নাতনির। পুলিশে অভিযোগ জানিয়েও কোনো রকম লাভ হয়নি। এমন পরিস্থিতিতে থানার সামনে ধর্নায় বসলেন দাদু ঠাকুমা ও নিখোঁজ ছাত্রীর মা। এমনই ঘটনা পূর্ব মেদিনীপুর জে…
নিখোঁজ নাতনির খোঁজ পেতে ধর্নায় দাদু ঠাকুমা
একমাস পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি নাতনির। পুলিশে অভিযোগ জানিয়েও কোনো রকম লাভ হয়নি। এমন পরিস্থিতিতে থানার সামনে ধর্নায় বসলেন দাদু ঠাকুমা ও নিখোঁজ ছাত্রীর মা। এমনই ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে। জানা গেছে বামুনিয়া গ্রামের দশম শ্রেণীর ছাত্রী অনুব্রতা দাস। গত ৯ই মার্চ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় অনুব্রতা। এরপর ১০ তারিখ পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে একমাস পেরিয়ে গেলেও কোনরকম খোঁজ মেলেনি। পুলিশের কাছে বারবার জানতে চেয়েও কোনরকম সুরাহা মেলেনি। এমন পরিস্থিতিতে শুক্রবার দুপুর থেকে থানার সামনে হাতে প্লাগার্ড নিয়ে ধর্নায় বসলেন ৯০ বছরের দাদু বলাই চন্দ্র দাস, ৭৭ বছরের ঠাকুমা আরতী দাস ও মা অনামিকা দাস। এমন পরিস্থিতিতে তদন্ত চলছে বলে জানিয়েছে মহিষাদল থানার পুলিশ। প্রশাসনের কাছে পরিবারের দাবি তাদের মেয়েকে যেনো বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
দাদু বলাই চন্দ্র দাস ছলছল চোখে বলেন, "এক মাস হয়ে গেলো নাতনিকে খুঁজে পাচ্ছি না। পুলিশ যেনো দ্রুত আমার নাতনিকে খুঁজে এনে দেয়।
No comments