এবারের বই মেলার বিশেষ আকর্ষণ পাঁচ গ্রাম সোনার মোড়কে... বইহলদিয়াতে জমজমাট নববর্ষ থেকে শুরু হয়েছে বইমেলা হাতে মাত্র দুদিন বাকিপ্রচার না থাকলেও জনজোয়ার হলদিয়া বইমেলায় আকর্ষণের কেন্দ্রে একটি বই ৪৫ হাজার টাকা হলদিয়া বইমেলার সঙ্গ…
এবারের বই মেলার বিশেষ আকর্ষণ পাঁচ গ্রাম সোনার মোড়কে... বই
হলদিয়াতে জমজমাট নববর্ষ থেকে শুরু হয়েছে বইমেলা হাতে মাত্র দুদিন বাকি
প্রচার না থাকলেও জনজোয়ার হলদিয়া বইমেলায় আকর্ষণের কেন্দ্রে একটি বই ৪৫ হাজার টাকা
হলদিয়া বইমেলার সঙ্গে বাংলার হস্তশিল্পীর মেলার মেলবন্ধন ঘটেছে রাজ্যের অন্যান্য জেলা এবং কলকাতা থেকেও হস্তশিল্পী এবং বুটিক শিল্পীরা এসেছেন নিজেদের তৈরি শিল্প সামগ্রী নিয়ে বইয়ের সঙ্গে দেদার বিক্রি হচ্ছে পট চিত্রের হাতপাখা পাঞ্জাবি কুর্তি পিতলের লক্ষ্মী গণেশ ডিজাইনার জুয়েলারি। বই প্রকাশনার পাশাপাশি পুরনো বইয়ের দোকানগুলিতে ভিড় বাড়ছে। দুষ্প্রাপ্য বইয়ের খোঁজ করছেন বইপ্রেমীরা। গল্প উপন্যাসের পাশাপাশি প্রবন্ধের বই কেনার ভিড় দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে। তবে ক্লাসিক সাহিত্যের কেনার দিকেই বেশি টান হলদিয়া বইমেলায় এবার শহরে নববর্ষের বইমেলার ঐতিহ্য ফিরে এনেছে কলিকাতার বই পাড়ার নববর্ষের বই মেলা হলদিয়া বইমেলার আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। এবারের হলদিয়া বইমেলায় এবার আকর্ষণের কেন্দ্রে রয়েছে ইতিহাসপ্রসিদ্ধ শিল্পী মাইকেলেঞ্জেলোর আঁকা ছবির বই। ১৯৮০ সালে প্রিন্ট হওয়া এই বইটির দাম ৫৬ হাজার টাকা। বইমেলায় সেই বইটি বিক্রি হচ্ছে ৪৫ হাজার টাকায়। এবারের বইমেলায় এটিই সবচেয়ে মহার্ঘ্য বই। দুই বাই দেড় ফুট সাইজের বইটির ওজন পাঁচ কেজির বেশি। জার্মানির বিখ্যাত সংস্থা তাসচেন এই বইয়ের প্রকাশক। ওই সংস্থা পৃথিবী বিখ্যাত শিল্পীদের ছবি বই আকারে প্রকাশ করে। বই বিক্রেতা সুভাষ মল্লিক বলেন, ১৫বছর আগে ওই প্রকাশক সংস্থা 'মাইকেলেঞ্জেলো, কমপ্লিট ওয়ার্কস' নামে এই বইয়ের নিলাম করেছে। সেই সময় কয়েক লক্ষ টাকা খরচে ১৫টি বই কিনেছিলাম। ইতিমধ্যে ১২টি বই বিক্রি হয়েছে। এবছর কলকাতা ও শিলিগুড়ি বইমেলায় দু'টি বই বিক্রি হয়েছে। ওই বইয়ে শিল্পীর কয়েকশো ছবি নিপুণভাবে চার ফোল্ড করে রাখা হয়েছে।মাইকেলেঞ্জেলো ছাড়াও শিল্পী মকবুল ফিদা হোসেনের ছবির বইও সবার নজর কাড়ছে। এই বইয়ের দাম ১০হাজার টাকা। এছাড়া 'ওয়ান্ডার্স অব ইন্ডিয়ান ওয়াইল্ডনেস' দামি বইও রয়েছে। বইটির দাম ২৩ হাজার টাকা। এবারের হলদিয়া বইমেলায় এধরনের দুষ্প্রাপ্য বইয়ের বিরাট সম্ভার রয়েছে। এধরনের পুরনো দুষ্প্রাপ্য বইয়ের সঙ্গে নামী প্রকাশনা সংস্থাগুলির বইয়ের মেলবন্ধন ঘটেছে হলদিয়া বইমেলায়।বুধবার মেলার পঞ্চম দিনেই কার্যত জমে ওঠে। এবার হলদিয়া বইমেলা হচ্ছে হলদিয়া শিল্প শহরের প্রবেশ সিটি সেন্টার মোড় সংলগ্ন পুরসভার সোনার তরী কমপ্লেক্সে। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুশান্ত কুমার চক্রবর্তী, ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ, মানসী দে শেঠ, ডঃ স্পর্শিতা পন্ডা শেঠ, সাতদিনের বইমেলা চলবে আগামী ১৮এপ্রিল পর্যন্ত। হাতে মাত্র দুই দিন বাকি দুষ্প্রাপ্য ওই কেনা অথবা একবার চোখে দেখার সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যাবে। বই বিক্রেতা বললেন কলিকাতা এবং শিলিগুড়িতে দুটি বই বিক্রি হয়েছে আমরা আশা করব শিল্পশহর হলদিয়ায় এতগুলি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। নাম না করেই কার্যত আই কেয়ার প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বলেন। সেই সংস্থা এত বড় বইমেলা করা কমিটিকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরীতে যেন একটা দুষ্প্রাপ্য বই থাকবে সে আশা করি। কয়েক দিন সরকারি ছুটি কাটার পর আজ সন্ধ্যা হতেই ভিড় বাড়তে শুরু করেছে মেলা প্রাঙ্গণে। স্কুল-কলেজের পড়ুয়ারা মেলার অনুষ্ঠানে এসে বই কিনছে। বিজ্ঞান বিষয়ক আলোচনা চক্রে বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলনের নেতা আই কেয়ার সম্পাদক আশিস লাহিড়ি, বিশিষ্ট বিজ্ঞান গবেষক অনির্বাণ দাস। আশিসবাবু যুক্তিবাদ ও বিজ্ঞানমনস্ততা নিয়ে মনোগ্রাহী বক্তব্য রাখেন। ডঃ অনির্বাণ তুলে ধরেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স কীভাবে মানবকল্যাণে কাজে লাগিয়ে অসাধ্য সাধন করছে বিজ্ঞান। মেলার উপদেষ্টা প্রণব দাস, সুদর্শন মান্না বলেন, হলদিয়ার ক্লাবগুলিকে উৎসাহিত করে বই কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় প্রতিদিন নাটক, গান, স্কুল পড়ুয়াদের আবৃত্তি, মহিলাদের রান্না প্রতিযোগিতার আয়োজন করা হয়।- রান্না ঘরে বিজ্ঞান পরিচালনায় ছিলেন বিজ্ঞান কর্মী সুচিস্মিতা মিশ্র।শুধু কি বইমেলা এই মেলায় রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, হস্তশিল্প, কারু শিল্প, বিজ্ঞান মডেল, চিত্র প্রদর্শনী, খাদ্য মেলা,। কমিটির অন্যতম সদস্য সুমিত গর্গ বলেন কলকাতার মতো নববর্ষে ধাঁচে বইমেলা হওয়ায় অনেকে আসছেন তবে প্রচার কম রয়েছে। কমিটির সম্পাদক সুবিমল দাস , কর্মকর্তা রাম পদ জানা, সভাপতি সুজন কুমার বালা, কার্যকরী সভাপতি শ্যামল সেন, কার্যকরী সম্পাদক পরেশ দাস বলেন বইয়ের সঙ্গে অনেকের হস্তশিল্প কেনাকাটা করছেন মূলত হস্তশিল্পীদের বুটিকের জামাকাপড় নজর টানছেন তবে এসেছেন কলিকাতা হাওড়া সহ বিভিন্ন জেলা থেকে তিনি আরো স্বীকার করে নেন প্রচার ঠিক হয়নি। তা সত্ত্বেও হলদিয়া সিটি সেন্টার সোনার তরী নববর্ষ থেকে শুরু হয়েছে হলদিয়া বইমেলা মানুষের উপচে পড়া ভিড় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হলদিয়া শিল্প-শিক্ষা সংস্কৃতি মেলবন্ধন ঘটিয়েছে এই বইমেলা।
No comments