মাছ ধরার জাল থেকে উদ্ধার তেঁতুলা খরিশ!আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষা করে সাপের বিষ থেকে বহুদূর আরোগ্য রোগের ঔষধ তৈরি হয়। সেই সাপকে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হলদিয়া সুতাহাটা শাখা সদস্যরা তারা ঝাঁপিয়ে পড়েন যেখা…
মাছ ধরার জাল থেকে উদ্ধার তেঁতুলা খরিশ!
আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষা করে সাপের বিষ থেকে বহুদূর আরোগ্য রোগের ঔষধ তৈরি হয়। সেই সাপকে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হলদিয়া সুতাহাটা শাখা সদস্যরা তারা ঝাঁপিয়ে পড়েন যেখানেই সাপ আটকে পড়ে খবর পেলেই পৌঁছে যান।
শনিবার হলদিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে কালিপদ জানার বাড়ির মাছধরা জালে আটকে পড়ে একটি প্রয় ৬ফুট তেঁতুলা করিস সাপ। তাকে উদ্ধার করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চপূর্ব মেদিনীপুর জেলা সহ সম্পাদক তথা সুতাটাহা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সহ-সভাপতি তথা প্রানী বন্ধু স্নেক ম্যান নকুল চন্দ্র ঘাঁটি। খবর পাওয়া মাত্রই নকুলবাবু এবং তার সহকর্মীরা পৌঁছে যান ঘটনাস্থলে। নকুল বাবুকে সহযোগিতার করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের কোষাধক্ষ্য অনুপ পাঁজা । সহযোগিতা করেন হাতি বেড়িয়া অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান সভার সদস্যরা। সূত্রে জানা যায়, সাপটিকে পরে সুস্থ করে প্রকৃতিতে ছেড়ে দেয়া হবে।
No comments