মহিষাদল রাজবাড়ীর জায়গায় বিক্রি অভিযোগ!দেবত্র সম্পত্তি লিজ়, অভিযোগ
রাজবাড়ির দেবত্র সম্পত্তি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে রাদ পরিবারের বর্তমান সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় বিধায়ক তিলক চক্রবর্তীরও ইন্ধন রয়েছে বলে দাবি কর…
মহিষাদল রাজবাড়ীর জায়গায় বিক্রি অভিযোগ!
দেবত্র সম্পত্তি লিজ়, অভিযোগ
রাজবাড়ির দেবত্র সম্পত্তি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে রাদ পরিবারের বর্তমান সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় বিধায়ক তিলক চক্রবর্তীরও ইন্ধন রয়েছে বলে দাবি করে গত ২৮ এপ্রিল জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় গড়কমলপুর এলাকার বাসিন্দাদের একাংশ।
দেবত্র সম্পত্তি বিক্রির কথা স্বীকার করেছে রাজ পরিবার। তবে এর সঙ্গে বিধায়কের যোগের কথা তারা উড়িয়ে দিয়েছে। রাজ পরিবারের সদস্য হরপ্রসাদ গর্গ বলেন, "সমস্ত আইন মেনেই দেবত্র সম্পত্তি বিক্রি এবং লিজ দেওয়া হচ্ছে। দেবত্র সম্পত্তিতে যদি মাছ চাষ করা হয় তা হলে মাছ-মাংস রান্না করাতে আপত্তি কীসের? আর রাজ পরিবারের সম্পত্তি বিক্রি এবং লিজ় দিচ্ছে এর সঙ্গে বিধায়কের কোনও সম্পর্ক নেই। বিধায়ককে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছ।"মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীকে ফোন করা হলে তিনি বলেন, "দিঘায় মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ব্যস্ত রয়েছি।"
মহিষাদল রাজবাড়ি সংলগ্ন দেবত্র জমিতে রয়েছে গোপাল জিউ মন্দির। অভিযোগ, এই - দেবত্র সম্পত্তি লক্ষ লক্ষ টাকার - বিনিময়ে বিক্রি করা হয়েছে। সেখানে রেস্তোরাঁ তৈরি করে মাছ মাংস রান্না করা হচ্ছে। এর - আড়ালে মাদক ব্যবসা এবং মধুচক্র এমনটাই অভিযোগ এলাকাবাসীর একাংশের।
দেবত্র সম্পত্তি লিজ নিয়েছেন শ্যামচাঁদ বেরা। যাবতীয় অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "২০১৬ সালে জমি লিজ় ই নিয়েছি। নিকাশি নালা রাজ র পরিবার করে দিয়েছে। কিছুদিন আগে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আদফতর সব কিছু খতিয়ে দেখে গিয়েছে।"
No comments