Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সভা ও মিছিল।!

এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সভা ও মিছিল!সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক: ২৪ শে এপ্রিল এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের ৭৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আজ পার্টির নোনাকুড়ি লোকাল কমিটির উদ্যোগে নোনাকুড়ি…

 




এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সভা ও মিছিল!

সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক: ২৪ শে এপ্রিল এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের ৭৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আজ পার্টির নোনাকুড়ি লোকাল কমিটির উদ্যোগে নোনাকুড়ি  বাজারে বিকালে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি। প্রনব মাইতি তার ভাষনে দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের কঠিন ও কঠোর সংগ্রামের মধ্য দিয়ে এদেশের মাটিতে যথার্থ কমিউনিস্ট পার্টি হিসাবে এস ইউ সি আই (কমিউনিস্ট) দল গঠনের ইতিহাস তুলে ধরে ভারতের পুঁজিবাদী শোষণ ব্যবস্থার উচ্ছেদ ঘটিয়ে সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা গঠনের জন্য বিপ্লবাত্মক পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। অন্যদিকে দলের বুড়ারী লোকাল কমিটির উদ্যোগে সন্ধ্যায় বুড়ারী বাজারে অনুরূপ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য সুব্রত দাস। হাকোলাতেও সন্ধ্যাকালীন অনুরূপ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য রাখেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক। ওই উপলক্ষে ময়নাতে একটি মিছিল সংঘটিত হয়। 

 নারায়ণবাবু তার বক্তব্যে দেশ স্বাধীন হওয়ার ৭৭ বছর পরও বেশিরভাগ মানুষের উপর কেন্দ্র-রাজ্য সরকারের শোষন অত্যাচারের ঘটনা উল্লেখ করে   গরীব-মধ্যবিত্ত-খেটে খাওয়া মানুষের স্বার্থে দলকে শক্তিশালী করার উপর জোর দেন।



No comments