বদলে যাচ্ছে হলদিয়া গেটের ডিজাইনহলদিয়া বন্দরে প্রবেশপথ ব্রজলালচকের ২০১৩ সালে আইকনিক গেট তৈরি করে ছিল হলদিয়া উন্নয়ন পর্ষদ (এইচডিএল)। দেড় দশকের মধ্যেই বর্তমান ডিজাইনের গেট সরিয়ে ফেলে নতুন ডিজাইনের গেট তৈরির সিদ্ধান্ত নিয়েছেন…
বদলে যাচ্ছে হলদিয়া গেটের ডিজাইন
হলদিয়া বন্দরে প্রবেশপথ ব্রজলালচকের ২০১৩ সালে আইকনিক গেট তৈরি করে ছিল হলদিয়া উন্নয়ন পর্ষদ (এইচডিএল)। দেড় দশকের মধ্যেই বর্তমান ডিজাইনের গেট সরিয়ে ফেলে নতুন ডিজাইনের গেট তৈরির সিদ্ধান্ত নিয়েছেন হলদিয়া উন্নয়ন পর্ষদ । এজন্য টেন্ডার ডেকেছেন এইচ ডি এ। সংস্থার চেয়ারম্যান জ্যোতির্ময় কর এ কথা জানিয়েছেন দীর্ঘদিন মেরামতের অভাবেই বর্তমান গেট বিপদজনক হয়ে উঠেছে। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ টিম গেটের বর্তমান কাঠামোর স্বাস্থ্য পরীক্ষার পর সেটি দ্রুত সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছে। এরপরেই গেটের কাঠামো সরিয়ে ফেলা তোড় জ্বড় শুরু হয়েছে। তবে কবে নাগাদ ওই গেট সরানো হবে তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতহল তৈরি হয়েছে। ওই গেটটি ১৩ বছর আগে প্রায় তিন কোটি টাকা খরচ তৈরি হয়েছিল। ওই গেটের পাশে পার্ক রয়েছে ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর হয় গেটের আকার ও সময় বিশাল করে তৈরি হয় এইচ ডি চেয়ারম্যান জ্যোতির্ময়কর বলেন বর্তমান সারানো এবং নতুন গেটের জন্য দুটি টেন্ডার ডাকা হয়েছে। বর্ষার আগেই গেট তৈরি হয়ে যাবে আশা করছি। হলদিয়া উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার কোন্থম সুধীর বলেন টেন্ডার করে একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা গেট সরিয়ে তার মালপত্রে মূল্যায়ন করে বিক্রি করবে অন্য সংস্থা নতুন গেট তৈরি করবে ইতিমধ্যে নতুন গেটের ডিজাইন জমা পড়েছে আগামী বোর্ড মিটিংয়ে সেটি পাস হবে ।
No comments