এই মুহূর্তে মহিষাদল গেঁওয়াখালি রুটে পথ দুর্ঘটনার বড় অভিযোগ এল! গেঁওয়াখালী থেকে মহিষাদল আসার সময় ডানদিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি দোকানে ধাক্কা মারে বাসে যাত্রীসহ দোকানদার প্রায় ২২ জন গুরুতর জখম হয়।মহিষাদল গে…
এই মুহূর্তে মহিষাদল গেঁওয়াখালি রুটে পথ দুর্ঘটনার বড় অভিযোগ এল!
গেঁওয়াখালী থেকে মহিষাদল আসার সময় ডানদিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি দোকানে ধাক্কা মারে বাসে যাত্রীসহ দোকানদার প্রায় ২২ জন গুরুতর জখম হয়।
মহিষাদল গেঁওয়াখালি রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় প্রায় 22 জন বাসযাত্রী এবং দোকানদার সহ গুরুতর জখম হয়। মহিষাদল গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর প্রায় ১৪ জনকে ছেড়ে দেওয়া হয়। গুরুতর জখম যারা হয়েছেন তাদেরকে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা হয়েছে দুর্ঘটনা স্থলে এবং হাসপাতালে ছুটে যান এলাকার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী তিনি চিকিৎসা খোঁজখবর নেন।
অল্পের জন্য রক্ষা পেল বহু মানুষ। দুর্ঘটনা এলাকার মানুষরা জানান দোকানটা না থাকতো তাহলে ঝিলে পড়ে যেত বাসটি তাতে হয়তো অনেকে প্রাণহানি হয়ে যেত। এলাকার মানুষের দাবি যে বাসটি এই দুর্ঘটনার কবলে পড়েছিল ওই বাসটি কোন ফিটনেস আছে কিনা সন্দেহ রয়েছে ? এলাকার মানুষ স্বীকার করছেন রাস্তা খারাপ ঠিক কিন্তু যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে কোনভাবেই রাস্তা খারাপ নেই তাহলে কেন এই ধরনের ঘটনা ঘটলো। আবার অনেকেই বলছেন ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিল। সময় যত যাচ্ছে ততই বিভিন্ন ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ আসছে। ইতিমধ্যে কয়েকজনের মাথা ফেটে আবার অনেকের পা কেটে বাদ দিবার কথাও শোনা যাচ্ছে। তবে এলাকার মানুষের একটাই অভিযোগ পুলিশ প্রশাসন সেফ ড্রাইভ সেভ লাইফ পুরো ঠিকই তার সাথে বাসের ফিটনেস কাগজপত্র ঠিক আছে কিনা সেটাও সন্দেহ আছে। তারই সঙ্গে এত সকালে ড্রাইভার কি সত্যিই মদ্যপ অবস্থায় ছিল সেটাও তদন্ত সাপেক্ষ যদিও মহিষাদল থানার পুলিশ তদন্তে নেমেছেন।
No comments