মানুষ মরছে
মরছে মানুষ জ্বলছে মানুষ বাজী কারখানায় লোক দেখানি চোখ রাঙানি চোখ সয়ে যায়।মানুষ মরে যাদের ঘরে তারাই বুঝে হায় সময় গেলে যেই কে সেই কি আসে যায়।
মানুষ মরছে
মরছে মানুষ জ্বলছে মানুষ বাজী কারখানায়
লোক দেখানি চোখ রাঙানি চোখ সয়ে যায়।
মানুষ মরে যাদের ঘরে তারাই বুঝে হায়
সময় গেলে যেই কে সেই কি আসে যায়।
No comments