Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৬ হাজার শিক্ষকের চাকরির বাতিলের বিরুদ্ধে এবং গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে তমলুকে বিক্ষোভ মিছিল

এস এস সি-২০১৬ নিয়োগ মামলায় ২৬ হাজার শিক্ষকের চাকরির বাতিলের বিরুদ্ধে এবং গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে তমলুকে বিক্ষোভ মিছিলসংবাদদাতা- বিদিশা জানা: সম্প্রতি এস এস সি-২০১৬ নিয়োগ মামলায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় দিয়ে…

 




এস এস সি-২০১৬ নিয়োগ মামলায় ২৬ হাজার শিক্ষকের চাকরির বাতিলের বিরুদ্ধে এবং গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে তমলুকে বিক্ষোভ মিছিল

সংবাদদাতা- বিদিশা জানা: সম্প্রতি এস এস সি-২০১৬ নিয়োগ মামলায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। যোগ্য/অযোগ্য প্রার্থীদের আলাদা করতে না পেরে পুরো প্যানেল বাতিল করে দিয়ে যোগ্য শিক্ষকদের অমানবিক এবং মর্মান্তিক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হলো। উদ্ভূত এই পরিস্থিতি যোগ্য শিক্ষকদের পরিবার সহ এ রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে চূড়ান্ত হতাশ করেছে। হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতির দ্বারা কোনভাবেই বিপন্ন হতে দেওয়া যায় না। এই রায়ের তীব্র প্রতিবাদ জানিয়ে দুর্নীতিতে জড়িত নেতা-মন্ত্রী সহ সকল ব্যক্তির কঠোর শাস্তি ও যোগ্যদের ন্যায় বিচারের দাবিতে আজ ছাত্র সংগঠন AIDSO ও যুব সংগঠন AIDYO পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে তমলুক হাসপাতাল মোড় থেকে মানিকতলা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। এরই পাশাপাশি মানবসভ্যতার শত্রু মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট ইজরায়েল যেভাবে গাজা ভূখণ্ডে নিরস্ত্র মানুষকে নিকেষ করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তারই প্রতিবাদে পৃথিবীব্যাপী গণতন্ত্রপ্রিয় শান্তিকামী সমস্ত মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েও  মিছিল সংগঠিত হয়। আজকের এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্র সংগঠন AIDSO' র জেলা সম্পাদক নিরুপমা বক্সি ও জেলা সভাপতি শুভজিৎ অধিকারী এবং AIDYO' র জেলা সম্পাদক আশীষ দোলাই, জেলা সভাপতি মঞ্জুশ্রী মাইতি।



No comments