২৬,০০০ হাজার চাকরি বাতিলহাইকোর্টের রায় মান্যতা দিলেন সুপ্রিম কোর্ট।কি রায় দিলেন সুপ্রিম কোর্ট?হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার কিছুই নেইযোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি২০১৬ সালে এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল তিন মাসে…
২৬,০০০ হাজার চাকরি বাতিল
হাইকোর্টের রায় মান্যতা দিলেন সুপ্রিম কোর্ট।
কি রায় দিলেন সুপ্রিম কোর্ট?
হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার কিছুই নেই
যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি
২০১৬ সালে এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।
বাতিল হয়ে গেল ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি।
রায়দান করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে।
নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
যাদের চাকরি বাতিল তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ।
সিবিয়াই তদন্ত চলবে নির্দেশ সুপ্রিম কোর্টের।
মন্ত্রিসভার বিরুদ্ধে ও তদন্ত নির্দেশ বহাল।
দোষীদের ছাড় নেই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
আয় শুনে কান্নায় ভেঙে পড়লেন 2016 এর চাকরিজীবীরা।
সুপ্রিম কোর্টে বাতিল এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি।
বৃহত্তর পরিসরে জালিয়াতি ধামাচাপা দিতে গিয়ে অপূরনীয়ভাবে কলুষিত নিয়োগ প্রক্রিয়া। ২০১৬ পুরো প্যানেল বাতিল করে বললেন প্রধান বিচারপতি। বিপর্যয়ে দায় বিজেপি সিপিএমের পর চাপালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে সবর কংগ্রেস সিপিএম, গ্রেপ্তারি চান শুভেন্দু অধিকারী। বাড়িতে বাচ্চা বয়স্ক বাবা-মা মাথায় ইএমআই এর বোঝা চাকরি হারিয়ে হাহাকার যোগ্যদের। রাজ্য মন্ত্রিসভার ভূমিকা সিবিআই তদন্ত নিয়ে বহাল থাকবে হাইকোর্টের নির্দেশ? অতিরিক্ত শূন্য পদ তৈরি নিয়ে কি বললেন সুপ্রিম কোর্ট?
No comments