তাজনগর পশ্চিম পল্লী অধিবাসীবৃন্দের উদ্যোগে ৫২ তম বাসন্তী পূজোর উদ্বোধনের শুভেন্দুপূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত তাজনগর পশ্চিম পল্লী অধিবাসীবৃন্দের উদ্যোগে ৫২ তম সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজার পঞ্চমীর পুণ্য লগ্নে…
তাজনগর পশ্চিম পল্লী অধিবাসীবৃন্দের উদ্যোগে ৫২ তম বাসন্তী পূজোর উদ্বোধনের শুভেন্দু
পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত তাজনগর পশ্চিম পল্লী অধিবাসীবৃন্দের উদ্যোগে ৫২ তম সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজার পঞ্চমীর পুণ্য লগ্নে পূজা মণ্ডপ এবং মূর্তি উন্মোচন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুজো মণ্ডপের উদ্বোধন প্রাক্কালে শুভেন্দু বাবু বলেন সকল হিন্দু ভাইদের মতো বিভেদ ভুলে গিয়ে এক হতে হবে তিনি বলেন বর্তমান রাজ্যে কেহ বলে ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু "আমি শুভেন্দু অধিকারী বলি উৎসব যে যার ধর্মকে রক্ষা করার দায়িত্ব তার তার"। সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তাজনগর পশ্চিম পল্লী অধিবাসীবৃন্দের বিশিষ্ট সকল সদস্য সদস্যবৃন্দ।
No comments