কংগ্রেসের সাংগঠনিক সভার পর পহেলগাঁওতে পাকিস্তানি মদৎপুষ্ট সন্ত্রাসবাদী হামলার ঘটনা শোক প্রকাশ ও নিহতদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন!
আজ কংগ্রেস কার্যালয়ে কংগ্রেসের একটি সাংগঠনিক সভা হয়। এই সভায় প্রথমে পহেলগাঁওয়ে পাকিস্তা…
কংগ্রেসের সাংগঠনিক সভার পর পহেলগাঁওতে পাকিস্তানি মদৎপুষ্ট সন্ত্রাসবাদী হামলার ঘটনা শোক প্রকাশ ও নিহতদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন!
আজ কংগ্রেস কার্যালয়ে কংগ্রেসের একটি সাংগঠনিক সভা হয়। এই সভায় প্রথমে পহেলগাঁওয়ে পাকিস্তানি মদৎপুষ্ট সন্ত্রাসবাদি হামলার ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয় এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এদিন সন্ধ্যায় একটি মোমবাতি মিছিল কাঁথি শহর পরিক্রমা করে। সভায় সভাপতিত্ব করেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস কর মহাপাত্র। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক শৈলজা দাস, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বারিদ বরন মহান্তি, সাধনকান্তি উত্থাসনী, কাঁথি মহকুমা কংগ্রেসের সভাপতি গঙ্গারাম মিশ্র, জেলা কংগ্রেসের নেতা প্রলয় দাস, জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী লীরিকা মুক্তার, ব্লক সভাপতিগণ অমিতাভ জানা,জাহির আলী সাহা, শেখ ইমরান আলী, প্রণব পঞ্চাধ্যায়ী, অমৃত দাস, মনোরঞ্জন জানা, বিশ্বজিৎ পানিগ্রাহী, প্রদীপ পানীগ্রাহী, আই এন টি ইউ সি নেতা অসিত মহাপাত্র ও অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ। সভায় স্থির হয় আগামী ৩রা মে এর মধ্যে অঞ্চল নেতৃত্ব কে নিয়ে ব্লক কংগ্রেসের সভা করে অঞ্চল কমিটি গঠন ও ৩১শে মে ২০২৫ এর মধ্যে বি এল এ নিয়োগ করতে হবে। সংবিধান বাঁচাও অভিযান উপলক্ষে আগামী ৭ইমে জেলা সদরে এবং ১১ থেকে ১৭ই মে এর মধ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে মিছিল ও সভা সংগঠিত করা হবে।
No comments