ডক্টর বি. আর.আম্বেদকর এর ১৩৫ তম জন্ম দিবস পালন ডক্টর বি. আর.আম্বেদকর এর ১৩৫ তম জন্ম দিবস পালন করা হয় ;দুর্গাচক আম্বেদকর ভবনের সামনে। আয়োজক- হলদিয়া এস.সি, এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি। পিছিয়ে থাকা মানুষজনকে এগিয়…
ডক্টর বি. আর.আম্বেদকর এর ১৩৫ তম জন্ম দিবস পালন
ডক্টর বি. আর.আম্বেদকর এর ১৩৫ তম জন্ম দিবস পালন করা হয় ;দুর্গাচক আম্বেদকর ভবনের সামনে। আয়োজক- হলদিয়া এস.সি, এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি। পিছিয়ে থাকা মানুষজনকে এগিয়ে যাওয়ার শক্তি যুগিয়েছেন ডক্টর বি.আর. আম্বেদকর। আগামী দিনে তাঁর আদর্শকে পাথেয় করে সমাজ কল্যাণ সমিতি কাজ করবে বলে সংগঠনের তরফে জানান সংগঠনের সভাপতি শ্রীযুক্ত রামপ্রসাদ দাস । "সবুজের অভিযান" ফেসবুক পরিবার ও পরিবেশ প্রেমীদের মধ্যে চারা গাছ বিনিময় হয়। তাপস কুমার জানা, বৃক্ষ রোপন ও সংস্থার কর্মসুচী নিয়ে মূল্যবান বক্তব্য দেন। আগামী দিনে হলদিয়াতে দূষণ প্রতিরোধে সহযোগি হবে এমন বিবিধ বিষয়ে তিনি আলোকপাত করেন। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ছাড়াও আজ উপস্থিত ছিলেন অধ্যাপক দীপিকা দাস, ডক্টর শর্মিলি মাইতি, পশুপ্রেমী শঙ্কর রাউত,পরিবেশ কর্মী তাপস জানা, শিক্ষক কবি ও ছড়াকার প্রাণনাথ শেঠ, ছিলেন শিক্ষক উদয় লাল মিদ্দা প্রমূখ।
No comments